Maintance

নেটগিয়ার ইউনিভার্সাল ওয়াইফাই এক্সটেন্ডার

প্রকাশঃ ১১:৫৬ পূর্বাহ্ন, অক্টোবর ৬, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৭ পূর্বাহ্ন, অক্টোবর ৬, ২০১৩

টেক শহর ডেস্ক : বাজারে এসেছে নেটগিয়ার ব্রান্ডের ইউনিভার্সাল ওয়াইফাই রেন্জ এক্সটেন্ডার ডব্লিউএন৩০০০আরপি। ডিভাইসটির মাধ্যমে অফিস কিংবা বাসার যেকোন ওয়ারলেস সিগনালকে খুব সহজেই বাড়াতে যাবো। প্লাগ অ্যান্ড প্লে সিস্টেমে হওয়ায় ডিভাইসটি যে কোন ওয়ারলেস বি/জি/এন রাউটার অথবা গেটওয়ে তে খুব সহজে কাজ করে।

Netgear WN3000RP Range Extender

Symphony 2018

এটি ডব্লিউইপি, ডব্লিউপিএ-পিএসকে এবং ডব্লিউপিএ২-পিএসকে সিকিউরিটি সিস্টেম সাপোর্ট করে। প্রায় সব ধরণের অপারেটিং সিস্টেম ও ব্রাউজার সমর্থিত এই ডিভাইসটি আইপ্যাড, ল্যাপটপ, গেমিং কনসোলসহ সংশ্লিষ্ঠ সব ডিভাইসে কাজ করে। কম্পিউটার সিটি টেকনোলজিসে ৬ হাজার ৫০০ টাকা ওয়াফাই এক্সটেন্ডারটি পাওয়া যাচ্ছে। প্রয়োজনে : ০২-৯৬১২৬২৯-৩০

– বিজ্ঞপ্তি

*

*

Related posts/