Maintance

সিরির বিকল্প আনছে মাইক্রোসফট

প্রকাশঃ ৬:২৫ অপরাহ্ন, জানুয়ারি ২২, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:৩৬ অপরাহ্ন, জানুয়ারি ২২, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টেক জায়ান্ট অ্যাপলের ‘সিরি’ ও গুগলের ‘গুগল নাউ’ এর পর এবার ‘ভয়েস সার্চ’ সুবিধার ‘কর্টানা’ চালু করতে যাচ্ছে মাইক্রোসফট। ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিকোতে অনুষ্ঠিতব্য ‘বিল্ড ডেভেলপারস’ সম্মেলনে নতুন এ সেবা চালুর ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।

মাইক্রোসফট ফলোয়ার এএসএফটিনার্ডের একটি টুইটে বলা হয়, নতুন এ সেবায় ইন্টারনেট থেকে তথ্য খুঁজতে লেখার বদলে কথা বললেই কাজ হবে। ‘কর্টানা’ এক্ষেত্রে মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন ‘বিং’-এর সহায়তা নেবে। ‘বিং টেল মি’ বলার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের মোবাইল ডিভাইসে এই সেবাটি চালু করতে পারবে। আইফোনের জন বিং অ্যাপেও এই সেবা আসবে বলে জানা গেছে।

siri-cortana-Microsoft-TechShohor

২০১১ তে ‘ভয়েস সার্চ’ সুবিধা ‘সিরি’ চালু করে অ্যাপল। পরের বছর ‘গুগল নাউ’ নামে একই ধরণের সেবা বাজারে আনে গুগল। সেবাটি জনপ্রিয়তা পাওয়ায় মাইক্রোসফটও তাদের নিজস্ব সেবা আনতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ঠরা।

ভবিষ্যতে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মোবাইল ডিভাইস ও আমেরিকান এক্সবক্স ওয়ানের জন্য সেবাটি চালু করা হবে বলে জানা গেছে।

– টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে তুহিন মাহমুদ

*

*

Related posts/