Maintance

আইএসএসিএ ঢাকার সহ সভাপতি হলেন ইযাজুল হক

প্রকাশঃ ১২:৪৯ অপরাহ্ন, জানুয়ারি ২২, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ১:০১ অপরাহ্ন, জানুয়ারি ২২, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্য ব্যবস্থাপনা নিরীক্ষণ ও নিয়ন্ত্রণ অ্যাসোসিয়েশনের (আইএসএসিএ) বাংলাদেশ চ্যাপ্টারের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ড. ইযাজুল হক।

সম্প্রতি ঢাকায় সংগঠনটির বাংলাদেশ চ্যাপ্টারের বার্ষিক সাধারণ সভা এবং ২০১৪-১৫ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। নতুন এ সেশনে আগামী দুই বছরের জন্য ড. ইযাজুল হক নির্বাচিত হলেন।

ijazul haq-ISACA Dhaka_TechShohor

ড. ইযাজুল হক কর্মাশিয়াল ব্যাংক অব সেইলন, পিএলসি, বাংলাদেশের ইনফরমেশন টেকনোলজি বিভাগের প্রধান। তিনি ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সিটিও ফোরামের সদস্য এবং ট্রেজারার পদেও আছেন। সেইসাথে তিনি আইইইই এর সদস্য, কম্পিটার সোসাইটি এবং অস্ট্রেলিয়ান কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য।

বিশ্বব্যাপী আইএসএসিএ’র ১৯০ টি চ্যাপ্টারের মধ্যে বাংলাদেশ চ্যাপ্টারটি ২০০৯ সালের জুলাইতে যাত্রা শুরু করে। সংগঠনটিতে এসব দেশের হাজার হাজার সংগঠক যুক্ত রয়েছেন। এ প্রতিষ্ঠান বিশ্বব্যাপী ব্যবসা ও আইটি খাতকে এগিয়ে নিতে এবং ঝুঁকি কমানোর লক্ষ্যে ১৯৬৭ সাল থেকে কাজ করে যাচ্ছে।

*

*