Maintance

'ফ্রিল্যান্সারদের উদ্যোক্তায় পরিণত করা হবে'

প্রকাশঃ ৯:১৬ অপরাহ্ন, জানুয়ারি ২১, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৬ অপরাহ্ন, জানুয়ারি ২১, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তথ্যপ্রযুক্তির দুনিয়ায় এক নতুন বাংলাদেশকে উপস্থাপনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। এগুলো বাস্তবায়িত হলে এক ভিন্ন বাংলাদেশকে দেখবে বিশ্ব বলে আশা করেছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক

মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল(বিসিসি) মিলনায়তনে ‘ফ্রি-ল্যান্সার টু এন্ট্রাপ্রেনর’ শীর্ষক সেমিনারে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। আইসিটি মন্ত্রণালয় এবং দৈনিক সমকাল এ সেমিনারের আয়োজন করে।

junayed ahmed polok_techshohor

প্রতিমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির যুগে ফ্রি ল্যান্সারদের জয়জয়কার। ঢাকা ফ্রিল্যান্সিংয়ে বিশ্বের তৃতীয় শহর। ফ্রিল্যান্সিং খাতের উন্নয়ন ঘটানো গেলে আর্থ-সামাজিক উন্নয়নে এটির অবদান বাড়বে। ফ্রিল্যান্সারদের উদ্যোক্তা হিসেবে তৈরি করতে আইসিটি মন্ত্রণালয় ব্যাপক পরিকল্পনা নিয়েছে।

সেমিনারে সভাপতিত্বের বক্তব্যে আইসিটি সচিব নজরুল ইসলাম খান বলেন, ফ্রিল্যান্সারদের প্রয়োজনীয় ঋণ সুবিধা ও প্রশিক্ষণের ব্যবস্থা করবে আইসিটি মন্ত্রণালয়। উদ্দেশ্য একজন একজন ফ্রিল্যান্সারকে উদ্যোক্তায় পরিণত হতে সহায়তা করা।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন রুপালী ব্যাংকের চেয়ারম্যান ড. আহমদ আল কবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিয়াজ আহমেদ, পিকেএসএফের উপ ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের ও বেসিক ব্যাংকের উপ পরিচালক মো. সেলিম।

– আল আমীন দেওয়ান

*

*

Related posts/