Maintance

সোশ্যাল মিডিয়ায় বিপজ্জনক ট্রেন্ড নেকনোমিনেটিং

প্রকাশঃ ৬:০৬ অপরাহ্ন, জানুয়ারি ২০, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৬ অপরাহ্ন, জানুয়ারি ২০, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ফেইসবুক, ইউটিউবকে কেন্দ্র করে অনেক ঝুঁকিপূর্ণ ও উদ্ভট ট্রেন্ড চালু হয়েছে। সম্প্রতি এমন এক প্রবণতা বেড়েছে, যেখানে ইউজাররা মদপানরত অবস্থায় নিজেদের ছবি তুলে শেয়ার দিচ্ছেন। এর নাম দেওয়া হয়েছে নেকনোমিনেটিং (Neknominating)।

শুধু তাই নয়, মদ্যপ অবস্থায় নানা ঝুঁকিপূর্ণ কাজ করছেন অনেকে। সেটি আবার তার ভিডিও করে শেয়ার করছেন।

neknominating_techshohor

Symphony 2018

সাম্প্রতিক এক ইউটিউব ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি কোনো সতর্কতামূলক ব্যবস্থা না নিয়ে একটি উড়ন্ত হেলিকপ্টারের নিচে ধরে ঝুলে আছেন। এর আগে এক নারীকে দেখা গিয়েছিল সমুদ্রে হাঙরের সাথে ছবি তুলতে।

এসব কাজকে খুবই উদ্বেগজনক বলে উল্লেখ করা হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে।

– টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে শাহরিয়ার হৃদয়

*

*

Related posts/