Maintance

গুগল ক্রোমের ডেটা সাশ্রয়ী মোবাইল সংস্করণ আসছে

প্রকাশঃ ৫:২৫ অপরাহ্ন, জানুয়ারি ২০, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:২৫ অপরাহ্ন, জানুয়ারি ২০, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সার্চ জায়ান্ট গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার গুগল ক্রোমের মোবাইল সংস্করণের জন্য নতুন সংস্করণ আনা হচ্ছে।

নতুন এ সংস্করণে ৫০ শতাংশ কম ডাটা খরচ করে ব্রাউজ করা যাবে বলে গুগল জানিয়েছে। সর্বশেষ এ সংস্করণে মোবাইল ডেটা কম্প্রেসন ফিচার ব্যবহার করা হয়েছে। যার ফলে আরও কম সময়ে ও নিরাপদে পেজ লোড করা যাবে এবং ব্যান্ডউইথ সাশ্রয় হবে।

chrome_compression_techshohor

আগামী কয়েক দিনের মধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএসের জন্য গুগল ক্রোমের ৩২তম ভার্সন গুগল প্লে এবং অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাবে।

Symphony 2018

এ ক্ষেত্রে ভিজিট করা সাইটগুলো গুগল সার্ভিসের মধ্য দিয়ে পাস করবে, ফলে ম্যালিসিয়াস ওয়েবপেজগুলো থেকেও ডিভাইস সুরক্ষিত থাকবে- কেননা গুগল সিস্টেম এগুলো চেক ও অপটিমাইজ করবে।

এ ফিচার ব্যবহার করতে হলে স্মার্টফোনে গুগল ক্রোম সবশের্ষ সংস্করনটি ইন্সটল করার পর সেটিংস  থেকে ডাটা কম্প্রেসন অপশনটি চালু করে নিতে হবে।

ব্যবহারকারীরা ক্রোম ব্রাউজারের সেটিংস মেনুতে গিয়ে অপশনটি সক্রিয় করতে পারবেন। প্রতি মাসে কতটুকু ডাটা সাশ্রয় হল তার হিসেবও দেখা যাবে নতুন সংস্করণটিতে।

এ ছাড়া অ্যাপলের আইওএস সংস্করণের জন্য ক্রোমের নতুন সংস্করণটিতে গুগল ট্রান্সলেট সুবিধা যুক্ত  করা হবে।

– ম্যাশবল অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/