Maintance

নেটওয়ার্কিং পণ্যের ব্র্যান্ড নেটিসের যাত্রা শুরু

প্রকাশঃ ১:১২ অপরাহ্ন, এপ্রিল ১৩, ২০১৬ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৯ অপরাহ্ন, এপ্রিল ১৩, ২০১৬

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : রাউটার, সুইচ, নেটওয়ার্ক এডাপ্টার, এন্টেনা, আইপি সারভেইলেন্সসহ বিভিন্ন নেটওয়ার্কিং এক্সেসরিজ পণ্য প্রস্ততকারক নেটিস বাংলাদেশে যাত্রা শুরু করেছে। মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের সেলিব্রিটি হলে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়।

অনুষ্ঠানে নেটিস ব্র্যান্ডের ৯টি মডেলের ওয়্যারলেস রাউটার, ২টি মডেলের গেইমিং রাউটার, ১টি মডেলের হাই পাওয়ার রাউটার, ১টি মডেলের এক্সেস পয়েন্ট, ১টি মডেলের র‌্যাঞ্জ এক্সটেন্ডার এবং ৬টি মডেলের সুইচ উন্মুক্ত করা হয়।

স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, নতুন ব্র্যান্ড হিসেবে আনুষ্ঠানিকভাবে স্মার্ট টেকনোলজিসের সঙ্গে যুক্ত হলো নেটিস। মূলত নেটওয়ার্কিং পণ্যের ব্রান্ড হিসেবে রাউটার, সুইচ, আইপি সারভেইলেন্সসহ অন্যান্য পণ্য। বাংলাদেশে ক্রমবর্ধমান চাহিদার বিষয়টি বিবেচনা করেই নেটিসের মতো ব্র্যান্ড বাজারে যাত্রা শুরু করেছে।

Symphony 2018

Netis launching

এ সময় উপস্থিত ছিলেন নেটিস ওভারসিজ মার্কেটিংয়ের একাউন্ট ম্যানেজার ডেভিড সু, স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম, বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ, বিপণন মহাব্যবস্থাপক মুজাহিদ আল বেরুনী সুজন, কর্পোরেট মহাব্যবস্থাপক হাসান ফাহিম, এন্টারপ্রাইজ মহাব্যবস্থাপক শাহেদ কামাল, উপ মহাব্যবস্থাপক শেখ আলমগীর প্রমুখ।

প্রথমাবস্থায় নেটিস ব্র্যান্ডের নয়টি মডেলের ওয়্যারলেস রাউটার, দুটি মডেলের গেইমিং রাউটার, একটি মডেলের হাই পাওয়ার রাউটার, একটি মডেলের অ্যাক্সেস পয়েন্ট, একটি মডেলের রেঞ্জ এক্সটেন্ডার এবং ছয়টি মডেলের সুইচ উন্মুক্ত করেছে।

শামীম রাহমান

*

*

Related posts/