Maintance

স্পষ্ট সেলফির জন্য এইচটিসির নতুন ফোন

প্রকাশঃ ৭:৫৮ অপরাহ্ন, এপ্রিল ১২, ২০১৬ - সর্বশেষ সম্পাদনাঃ ৮:৫৩ পূর্বাহ্ন, এপ্রিল ১৩, ২০১৬

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সেলফি তোলার সময় একটু হাত কেঁপে গেলেই আর মন মতো ছবি ওঠে না। গুরুত্বপূর্ণ সময়ে ঝাপসা ছবি উঠলে মন মেজাজ দুই’ই খারাপ হয়ে যায়। সেলফি প্রেমীদের এই ভোগান্তি দূর করতে নতুন একটি স্মার্টফোনের ঘোষণা দিয়েছে তাইওয়ানভিত্তিক বহুজাতিক স্মার্টফোন নির্মাতা এইচটিসি

এইচটিসি-১০ নামের এই ফোনটিতে ছবি তোলার সময় হাত কেঁপে গেলেও পরিষ্কার ছবি উঠবে। ফোনটির আল্ট্রাসেলফি ফিচার ছবিকে ঝাপসা হতে দেবে না।

ফোনটির ফ্রন্ট ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্টাবুলেশন (ওআইএস) লেনস মডিউল ফিচার ব্যবহার করা হয়েছে। এর আগে কোনো স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরায় এ ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়নি। শুধু যে ফ্রন্ট ক্যামেরাটিই সেরা তা কিন্তু নয়। প্রতিষ্ঠানটির দাবি, পেছনের ক্যামেরাটিও অসাধারণ সব ছবি তুলতে সক্ষম।

htc

Symphony 2018

তবে ফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য ও এটি কবে নাগাদ বাজারে আসবে সে সম্পর্কে এখনও কোনো তথ্য জানায়নি এইচটিসি।

আজ থেকে পাঁচ বচর আগে বিশ্বের চার নম্বর স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানটি ছিল এইচটিসি। সে সময় প্রতিষ্ঠানটি মোট স্মার্টফোন বাজারের ৯ শতাংশ শেয়ার দখল করে ছিল। তবে বর্তমানে তাদের সেই সুদিন নেই। ২০১৫ সালের এদের অবস্থান ছিল ১৭তম। আর বাজারের দখল মাত্র ১ শতাংশ শেয়ারের।

বিবিসি অবলম্বনে শামীম রাহমান

আরও পড়ুন: 

*

*

Related posts/