Maintance

বৈশাখী উদ্যোক্তা হাট বসছে ১৬ এপ্রিল

প্রকাশঃ ৯:১৩ অপরাহ্ন, এপ্রিল ৮, ২০১৬ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৩ অপরাহ্ন, এপ্রিল ৮, ২০১৬

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : আগামী ১৬ ও ১৭ এপ্রিল ঢাকায় বসছে ‘আজকের ডিল বৈশাখী উদ্যোক্তা হাট’। আত্মকর্মসংস্থানে তরুণদের অণুপ্রাণিত করার প্ল্যাটফর্ম ‘চাকরি খুঁজব না, চাকরি দেব’ গ্রুপের উদ্যোগে ধানমন্ডির ২৭ নম্বরের ওম্যান ভলান্টারি অ্যাসোসিয়েশন ভবনের তিনটি কক্ষে এই হাট বসবে।

আয়োজকরা জানিয়েছেন, তরুণ উদ্যোক্তাদের পণ্য ও সেবা সরাসরি তাদের ক্রেতাদের সামনে তুলে ধরা এবং অনলাইন উদ্যোক্তাদের সঙ্গে তাদের গ্রাহকদের সামনা-সামনি পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই আয়োজন।

Boishakhi-Uddokta-Hat-Techshohor

দুইদিনব্যাপী এই মেলায় রেনে বাংলাদেশ, ইভেন্ট ইন বিডি, এসটি সলিউশন, ভ্রমণ ডটকম, বাংলার কবিতা, প্রিয়শপ ডটকম, ভাইপার লেদার, ওয়াওজার এবং কসমেটিক ফ্রিকের ৭টি প্যাভিলিয়ন থাকবে। এছাড়া প্রায় ৪০টি স্টলে উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবা তুলে ধরবেন।

স্টলের মধ্যে রয়েছে – ইকো ড্রিমস, হাব ঢাকা, গ্যাজেট বাংলা, অনলাইন বিতান, টুইস্টেড রেসিপি, বাকী সেন্টার, ক্ষুদ্র সফট, বন্ধু ডটকম, পিনাকল মিডিয়া, জিরো ডিগ্রী কমিউনিকেশন, ব্র্যান্ড কিডস, বিডি সফট, বাইক বিডি, প্যাকার্স, ফিটম্যান, ই-স্মার্ট, নিজোল ক্রিয়েটিভ, প্রোফিসিও, নিউ মুন ক্লদিং ডিজাইন কাউস, শাহিন’স হেল্প লাইন, ট্যান, এবিএইচ ওয়ার্ল্ড প্রভৃতি।

বৈশাখী উদ্যোক্তা হাটের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে শীর্ষস্থানীয় ই-কমার্স প্রতিষ্ঠান ‘আজকের ডিল’। গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে দপ্তর ও বিডি ভেঞ্চার লিমিটেড। ই-কুরিয়ার, হোস্ট পেয়ার ও হোস্ট মাইট সিলভার স্পন্সর হিসেবে পৃষ্ঠপোষকতা করছে।

এবারের হাটের পার্টনার হিসাবে রয়েছে ইন্টারনেট সেবাদানকারী ডোজ ইন্টারনেট, যমুনা টেলিভিশন ও এনটিভি অনলাইন।

ফারজানা মাহমুদ পপি

*

*

Related posts/