Maintance

উইকিপিডিয়ার একযুগ পূর্তি

প্রকাশঃ ১১:৫৭ পূর্বাহ্ন, জানুয়ারি ১৬, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৭ পূর্বাহ্ন, জানুয়ারি ১৬, ২০১৪

তুহিন মাহমুদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ওয়েবভিত্তিক জনপ্রিয় মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়ার একযুগ পূর্তি হলো বুধবার। ২০০১ সালের ১৫ জানুয়ারি বিশ্বের ষষ্ঠ জনপ্রিয় এই ওয়েবসাইটটি সবার জন্য চালু হয়। জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঙ্গারের প্রতিষ্ঠিত উইকিপিডিয়া বৃহষ্পতিবার ১৩ বছরে পদার্পন করলো।

উইকিমিডিয়া ফাউন্ডেশন নামক একটি অলাভজনক প্রতিষ্ঠান দ্বারা পরিচালিত উইকিপিডিয়াতে বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় ও সর্বাধিক জনপ্রিয় ইন্টারনেট ভিত্তিক তথ্যসূত্র হিসেবে ব্যবহৃত হয়। এখন পর্যন্ত ২৮০টিরও বেশি ভাষায় তিন কোটির অধিক নিবন্ধ রয়েছে সাইটটিতে। শুধুমাত্র ইংরেজি উইকিপিডিয়াতে ৪৪ লাখের অধিক নিবন্ধ রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের সেচ্ছাসেবকদের প্রচেষ্ঠায় এই নিবন্ধগুলো সংযোজিত হয়েছে। ইন্টারনেটের মাধ্যমে উইকিপিডিয়া ওয়েবসাইট দেখতে পারে এমন যে কেউ এখানকার প্রায় সকল নিবন্ধে অবদান রাখতে পারে।

Symphony 2018

wikipedia-logo-TechShohor

উইকিমিডিয়া ফাউন্ডেশনের পরিচালনায় মূল উইকিপিডিয়ার পাশাপাশি বর্তমানে আরও ১২টি প্রকল্প চালু রয়েছে। এর মধ্যে রয়েছে উন্মুক্ত ছবির ভান্ডার উইকিমিডিয়া কমন্স, উন্মুক্ত লেখার সংকলন উইকিসোর্স, ভ্রমণবিষয়ক সংকলন উইকিভয়েজ, সংবাদভিত্তিক সংকলন উইকিনিউজ, অভিধানভিত্তিক সংকলন উইকিশনারি, উইকিবুকস, উইকিডেটা, উইকিমিডিয়া মেটা, উইকিকোট, উইকিস্পেস ও উইকিভার্সিটি।

বাংলা উইকিপিডিয়ার প্রশাসক নুরুন্নবী চৌধুরী হাছিব টেক শহরকে জানান, বাংলা উইকিপিডিয়ায় (http://bn.wikipedia.org) বর্তমানে প্রায় ২৮ হাজার নিবন্ধ রয়েছে। ২০০৪ সালে যাত্রা শুরু করে বাংলা উইকিপিডিয়া। বাংলায় উইকিপিডিয়ার পাশাপাশি বর্তমানে উইকি সংকলনও ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছে।

*

*

Related posts/