Maintance

ইয়ানডেক্সের সঙ্গে ডেটা শেয়ার করবে ফেইসবুক

প্রকাশঃ ১১:০০ পূর্বাহ্ন, জানুয়ারি ১৬, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ১১:০০ পূর্বাহ্ন, জানুয়ারি ১৬, ২০১৪

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বিশ্বের শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক রাশিয়ার  সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন ইয়ানডেক্সের সাথে ব্যবহাকারীদের তথ্য শেয়ার করতে রাজি হয়েছে।

এ চুক্তির ফলে ফেইসবুকের বিভিন্ন স্ট্যাটাস, কমেন্ট ছবি, নোট প্রভৃতিতে এক্সেস পাবে ইয়ানডেক্স। এটি কেবলমাত্র রাশিয়া, তুরস্ক এবং সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত অন্যান্য দেশ যেমন ইউক্রেন, বেলারুশ এবং কাজাখস্তানের জন্য প্রযোজ্য হবে।

yandex_logo_techshohor

বর্তমানে সার্চ ইঞ্জিন গুগলকে এ ধরনের এক্সেস দিচ্ছে না ফেইসবুক। তাই এ চুক্তিকে ইয়ানডেক্সের জন্য খুব বড় পাওয়া বলে মনে করা হচ্ছে।

চুক্তির ধরণ দেখে বোঝা যাচ্ছে, ফেইসবুকের যেসব পোস্টে ‘প্রাইভেট’ লেভেলের প্রাইভেসি সেটিংস দেওয়া আছে সেগুলোতে ইয়ানডেক্সের এক্সেস থাকবে না।

এ চুক্তির ফলে সার্চ কোম্পানি ইয়ানডেক্সের পারফরমেন্স যেমন উন্নত হবে, তেমনি রাশিয়ায় ফেইসবুক ট্রাফিক বাড়বে।

এ বিষয়ে ইয়ানডেক্স জানায়, ‘নিকট ভবিষ্যতে ইয়ানডেক্স সার্চ রেজাল্টে শুধু ফেইসবুক ইউজারদের পোস্টগুলো দেখানো হবে না, বরং এর সাথে সেগুলোতে থাকা কমেন্টও আসবে।’

– ওয়ালস্ট্রিট জার্নাল অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/