Maintance

ইয়াং গ্লোবাল লিডার স্বীকৃতি দেশের তথ্যপ্রযুক্তি খাতেরই অর্জন : পলক

প্রকাশঃ ৩:৫০ অপরাহ্ন, মার্চ ১৮, ২০১৬ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:৫৭ অপরাহ্ন, মার্চ ১৮, ২০১৬

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে ‘ইয়াং গ্লোবাল লিডার’ স্বীকৃতি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতেরই অর্জন। এই খাতের বিভিন্ন সংগঠনের সহযোগিতায় এ স্বীকৃতি অর্জনে সহায়তা করেছে। এই স্বীকৃতির মাধ্যমে বিশ্ববাজারে বাংলাদেশকে অারও এগিয়ে নিতে এবং ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যেতো পারবো।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ‘ইয়াং গ্লোবাল লিডার ২০১৬’ নির্বাচিত হওয়ায় দেশের সকল তথ্যপ্রযুক্তি সংগঠনগুলোর পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শুক্রবার রাজধানীর কাওরান বাজারস্থ বেসিস মিলনায়তনে এ সংবর্ধনা দেওয়া হয়।

Reception-to-Zunaid-ahmed-palak-TechShohor

বেসিস, বিসিএস, আইএসপিএবি, বাক্য, ই-ক্যাব, অ্যামটব, সিটিও ফোরাম ও বিডাব্লিউআইটি যৌথভাবে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বেসিস সভাপতি শামীম আহসান বলেন, প্রধানমন্ত্রী এবং তাঁর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্ঠা সজীব ওয়াজেদ জয়ের পর যে ব্যক্তির হাত ধরে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত এই পর্যন্ত এগিয়েছে তিনি হলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের দেওয়া এই স্বীকৃতি শুধু তাঁকে নয় দেশের তথ্যপ্রযুক্তি খাত, গোটা জাতি তথা বাংলাদেশের একটি বড় অর্জন। আমরা প্রত্যাশা করি এই স্বীকৃতির মাধ্যমে তিনি আরও উদ্যমতার সাথে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবেন।

বিসিএস মহাসচিব নজরুল ইসলাম মিলন বলেন, এই অর্জনের মাধ্যমে প্রতিমন্ত্রী তার মেধা, অধ্যাবসায়ের মাধ্যমে বিরামহীন পথচলাকে আরও দ্রুতগতি করবেন।

Symphony 2018

আইএসপিএবি মহাসচিব ইমদাদুল হক বলেন, বিশ্ব এখন বাংলাদেশকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। প্রতিমন্ত্রীর এই প্রাপ্তিতে আমরা এমনভাবে অনুপ্রাণিত যে আগামীতে আমাদের ছেলেমেয়েরা ভবিষৎ-এ একেকজন পলক হতে চাইবে।

Reception-to-Zunaid-ahmed-palak-TechShohor-2

বাক্য সভাপতি আহমদুল হক ববি বলেন, এই অর্জনের মাধ্যমে আমাদের ইন্ডাস্ট্রির সম্প্রসারণ আরও বেগবান হবে।

ই-ক্যাব সভাপতি রাজিব আহমেদ বলেন, প্রতিমন্ত্রী লিডারশীপের যথাযথ স্বীকৃতি পেয়েছেন। আশাকরি আগামীতেও এভাবে তার নেতৃত্বে আমরা এগিয়ে যাবো।

বিডাব্লিউআইটি সহ-সভাপতি সোনিয়া বশির কবির বলেন, জুনাইদ আহমেদ পলকের এই স্বীকৃতি পাওয়ায় মাইক্রোসফট বাংলাদেশকে বিশ্বের শীর্ষ ১০টি সম্ভাবনাময় দেশের একটি মনে করছে।

এছাড়া অনুষ্ঠানে অ্যাসোসিও’র সাবেক সভাপতি আব্দুল্লাহ এইচ কাফি, বেসিসের সাবেক সভাপতি মাহবুব জামান, তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার বক্তব্য রাখেন।

ফারজানা রহমান পপি

*

*

Related posts/