Maintance

সার্ক টেক সামিটে পুরস্কৃত পাঁচজন

প্রকাশঃ ১০:৫৭ পূর্বাহ্ন, মার্চ ১৩, ২০১৬ - সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫৭ পূর্বাহ্ন, মার্চ ১৩, ২০১৬

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তথ্যপ্রযুক্তিতে একসঙ্গে কাজ করে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করে প্রযুক্তিখাতে দেশগুলোকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে শেষ হয়েছে দুই দিনব্যাপী সার্ক টেক সামিট ২০১৬।

সামিটের শেষ দিনে সার্কভুক্ত দেশগুলোতে তথ্যপ্রযুক্তিতে অবদান রাখায় ‘আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৬’ পেয়েছেন চারজন তথ্যপ্রযুক্তিবিদ।ভারতের স্রেই বিএনপি পারিবাসের সিটিও ড. সুন্দর রাজ বিজয়নগর, ভুটানের ডাঙ্গসাম সিমেন্টের চিফ ইনফরমেশন অফিসার (সিআইও) দ্রুগেই রানা, নেপালের নেপাল টেলিকমের ডিরেক্টর (ব্যাকবোন ট্রান্সমিশন) প্রমোদ পারমার, শ্রীলংকার জন কিলস হোল্ডিংস পিএলসির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং সিআইও রমেশ শানমুগানাথান।

SARRAC tech sammit
শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ইনস্টিটিউট অব অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট (বিয়াম) ফাউন্ডেশন মিলনায়তনে দুই দিনের ওিই সম্মেলনের সমাপ্তি ঘটে।

এবারের সামিটের আয়োজন করে সিটিও ফোরাম বাংলাদেশ ও কলকাতার আনন্দবাজার পত্রিকা গ্রুপের প্রতিষ্ঠান ইনফোকম।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক প্রেসিডেন্ট ও বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব নজরুল ইসলাম খান, সার্ক চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির কাউন্সিল ফর কমিউনিকেশন অ্যান্ড আইটির চেয়ারম্যান সাফকাত হায়দার, সিটিও ফোরাম সভাপতি তপন কান্তি সরকার ও ইনফোকমের সাংগঠনিক সম্পাদক কালী কৃষ্ণ মহাপাত্র।

ইমরান হোসেন মিলন

*

*

Related posts/