Maintance

প্যানাসনিকের নতুন হেডফোন

প্রকাশঃ ৭:৫৮ অপরাহ্ন, ফেব্রুয়ারি ২, ২০১৬ - সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫৮ অপরাহ্ন, ফেব্রুয়ারি ২, ২০১৬

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ভারতের বাজারে নতুন হেডফোন এনেছে ইলেকট্রনিকস পণ্য নির্মাতা প্যানাসনিক। এইচডি-৫ ও বিটিডি-৫ মডেলের হেডফোন দুটি উচ্চ সাউন্ড কোয়ালিটি সম্পন্ন। পাশাপাশি দুটি হেডফোনই সহজেই বহনযোগ্য।

এইচডি-৫ হেডফোনটিতে আনুভূমিক স্লাইড অ্যাডজাস্টমেন্ট সুবিধা থাকছে। ফলে ব্যবহারকারীরা দুটি কানেই সমান সাউন্ড পাবেন।

অপ্রয়োজনীয় ঝাকুনি এড়াতে এই হেডফোনে এন্টি-ভাইব্রেটিং ড্রাইভার ব্যবহার করা হয়েছে। ৪০ মিলিমিটারের এইচডি ড্রাইভার ঘরের বাইরেও উচ্চমানের সাউন্ড দেবে। ভারতের বাজারে হেডফোনটি বিক্রি হচ্ছে নয় হাজার ৪৯০ রুপিতে।

panasonic-bt-headphones-big

অপরদিকে, বিটিডি-৫ হেডফোনটি ওয়ারলেস ব্লুটুথ সুবিধা সম্বলিত। ডিভাইসটিতে ৪০ মিলিমিটার নিওডেমিয়াম ড্রাইভারের পাশাপাশি উচ্চ ক্ষমতা সম্পন্ন লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যা ৪০ ঘণ্টা পর্যন্ত চলবে। ভারতের বাজারে বিটিডি-৫ হেডফোনটি বিক্রি হচ্ছে ছয় হাজার ৪৯০ রুপিতে।

প্যানাসনিক ভারতের প্রোডাক্ট প্রধান গৌরভ গাভরি নতুন হেডফোন প্রসঙ্গে বলেন, ব্লুটুথ হেডফোনের চাহিদার কথা মাথায় রেখে এই হেডফোন দুটি তৈরি করা হয়েছে। আকর্ষণীয় ডিজাইনের পাশাপাশি হেডফোন দুটিতে পরিষ্কার ও ডায়নামিক সাউন্ড পাওয়া যাবে।

টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে শামীম রাহমান

*

*

Related posts/