Maintance

ডিজিটাল আইসিটি পুরস্কার পেলেন ২১ ব্যক্তি

প্রকাশঃ ১:৪৩ পূর্বাহ্ন, জানুয়ারি ২৬, ২০১৬ - সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৭ পূর্বাহ্ন, জানুয়ারি ২৬, ২০১৬

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তথ্যপ্রযুক্তির বিভিন্ন খাতে অবদান রাখায় ২১ ব্যক্তিকে সম্মানিত করলো এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টার (মাল্টিপ্লান) দোকান মালিক সমিতি।

ডিজিটাল আইসিটি অ্যাওয়ার্ড-২০১৬ নামের এ পুরস্কার পেয়েছেন তথ্যপ্রযুক্তিবিদ, ব্যবসায়ী, সংগঠক ও তথ্যপ্রযুক্তি খাতের সাংবাদিকরা।

ঢিমেতালে চলা ‘ডিজিটাল আইসিটি মেলা ২০১৬’ মেলার শেষ দিন সোমবার তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

Digital ICT award

ডিজিটাল আইসিটি অ্যাওয়ার্ড পাওয়া ব্যক্তিরা হলেন-অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী (তথ্যপ্রযুক্তিবিদ), মোহাম্মদ নুরুল ইসলাম (মরণোত্তর, জ্যেষ্ঠ ব্যবসায়ী), আব্দুল কাদের (মরণোত্তর, তথ্যপ্রযুক্তি সাংবাদিকতা), মোহাম্মদ আজিজুল হক (জ্যেষ্ঠ ব্যবসায়ী), শেখ আব্দুল আজিজ (জ্যেষ্ঠ ব্যবসায়ী), সাইদ এম কামাল (সাবেক সভাপতি, বিসিএস), সাজ্জাদ হোসেন (সাবেক সভাপতি, বিসিএস), মোস্তাফা জব্বার (সাবেক সভাপতি, বিসিএস), আফতাব উল ইসলাম (সাবেক সভাপতি, বিসিএস),  আব্দুলাহ এইচ কাফী (সাবেক সভাপতি, বিসিএস),  মো. সবুর খান (সাবেক সভাপতি, বিসিএস), এস এম ইকবাল (সাবেক সভাপতি, বিসিএস), ফয়েজ উল্যাহ খান (সাবেক সভাপতি, বিসিএস), এ এইচ এম মাহফুজুল আরিফ (বর্তমান সভাপতি, বিসিএস), আক্তারুজ্জামান মনজু (সাবেক সভাপতি, আইএসপিএবি), মাহাবুব জামান (সাবেক সভাপতি, বেসিস), এ এস এম আব্দুল ফাত্তাহ (ব্যবসায়ী ও সংগঠক), আহমেদ হাসান জুয়েল (ব্যবসায়ী ও সংগঠক), মোহাম্মদ জহির উল ইসলাম (ব্যবসায়ী ও সংগঠক), ভূঁইয়া মোহাম্মদ ইনাম লেলিন (তথ্যপ্রযুক্তি সাংবাদিকতা) এবং পল্লব মোহাইমেন (তথ্যপ্রযুক্তি সাংবাদিকতা)।

বিচারপতি জাহাঙ্গীর ইসলাম প্রধান অতিথি হিসেবে সম্মাননা পাওয়া ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন। মাল্টিপ্লান সেন্টার দোকান মালিক সমিতির নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

কম্পিউটার সিটি সেন্টার দোকান মালিক সমিতির সভাপতি ও মেলার আহবায়ক তৌফিক এহেসান জানান, ডিজিটাল দেশ হিসেবে গড়ে তুলতে আইসিটি খাতে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ এ বছর ২১ জনকে গুণীজন সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়।

এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টার (মাল্টিপ্লান) দোকান মালিক সমিতি ‘ভিশন টু সার্ভ গো উইথ আইসিটি’ স্লোগানকে সামনে রেখে এ মেলা আয়োজন করে।সপ্তমবারের মতো এ মেলা শুরু হয় ২০ জানুয়ারি।

ইমরান হোসেন মিলন

*

*

Related posts/