Maintance

বাজারে গিগাবাইটের নতুন মাদারবোর্ড

প্রকাশঃ ৮:০৭ অপরাহ্ন, জানুয়ারি ৬, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৭ অপরাহ্ন, জানুয়ারি ৬, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাজারে এসেছে গিগাবাইট ব্র্যান্ডের জি১ স্নাইপার ৫ মডেলের শক্তিশালী মাদারবোর্ড। ইন্টেল ফোর্থ জেনারেশন কোর আই ৭ প্রসেসর সম্বলিত এই মাদারবোর্ডটিতে রয়েছে গিগাবাইট আল্ট্রা ডিউরেবল ফাইভ প্লাস টেকনোলজি, ডুয়াল বায়োস, গিগাবাইট এএমপি আপ অডিও টেকনোলজি, বিল্ট ইন অডিও হেডফোন অ্যামপ্লিফায়ার, অডিও নয়েজ গার্ড, ১৫ইউ গোল্ড প্লাটেড সিপিইউ সকেট, ফোর ওয়ে গ্রাফিক্স সাপোর্ট, ডিউরেবল ব্ল্যাক সলিড ক্যাপাসিটর।

এছাড়া রয়েছে যেকোন দুটি ইউএসবি ডিভাইসে অন-অফ চার্জ সুবিধা, ডুয়াল ল্যান, এক্সট্রিম হিটসিঙ্ক ডিজাইন, ব্লুটুথ ৪.০ এবং ওয়াইফাই কার্ড।

Gigabyte G1 Sniper 5-TechShohor

স্মার্ট টেকনোলজিসের বাজারে আনা এই মাদারবোর্ডটির দাম ৩৭ হাজার টাকা। রয়েছে ৩ বছরের বিক্রয়োত্তর সেবা। যোগাযোগ : ০১৭৩০৩১৭৭৬৮

*

*