Maintance

বহনযোগ্য পকেট ফটো প্রিন্টার আনল এলজি

প্রকাশঃ ১১:২৫ পূর্বাহ্ন, জানুয়ারি ৪, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ২:০৫ অপরাহ্ন, জানুয়ারি ৪, ২০১৪

তুসিন আহমেদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক এলজি ছোট আকারের বহন উপযোগী পকেট ফটো প্রিন্টারের দ্বিতীয় সংস্করণ উন্মোচন করেছে। নতুন প্রজন্মের প্রিন্টারটি অনেক পাতলা। এতে রয়েছে কাস্টমাইজ ব্যবস্থা এবং ইমেজ শেয়ার করার অপশন।

প্রিন্টারটি মাধ্যমে আইওএস এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত ট্যাবলেট এবং স্মার্টফোন থেকে 5.1*7.6 সেন্টিমিটার আকারের ছবি প্রিন্ট করা যাবে। এতে রয়েছে এনএফসি ও ব্লুটুথ সংযোগ সুবিধা।

lg photo printer_techshohor

এলজি জানুয়ারি ৭ লাস ভেগাসে শুরু হতে যাওয়া কনজিউমার ইলেকট্রনিক্স শোতে নতুন এ প্রিন্টার প্রদর্শন করবে।

Symphony 2018

স্মার্টফোন কিংবা ট্যাবলেটের সাহায্য ছবি পিন্ট করার জন্য পকেট ফটো এডিটিং নামে অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে।

নতুন প্রিন্টারটি আগের তুলনায় ৪ মিলিমিটার পাতলা। এর রেন্ডার পিকচার ৩১৩ ডিপিআই। এটি ব্যাটারির মাধ্যমেও চালানো যাবে। ফলে কারেন্ট চলে গেলেও পিন্ট করা যাবে। একবার ব্যাটারি চার্জ দিয়ে ৩০টি ছবি পিন্ট করা যাবে।

এ সংস্করণে রয়েছে উন্নত সম্পাদনার সুবিধা এবং নিত্য নতুন ফিচার যা আগেরটিতে ছিল না। পিন্টারের সাহায্যে ছবিতে ফ্রেমও যুক্ত করা যাবে।

পকেট ফটো টু পিন্টারটি গোলাপী, সাদা এবং হলুদ রংয়ে পাওয়া যাবে। এটি প্রথমে দক্ষিণ কোরিয়ায়  বিক্রি শুরু হবে জানুয়ারি মাসে। এরপর পর্যায়ক্রমে বিশ্বব্যাপী অন্যান্য দেশে বিক্রি করা হবে। তবে দাম সম্পর্কে এখনও জানানো হয়নি।

– ফোন এরিনা অবলম্বনে 

*

*

Related posts/