Maintance

খবর জানাতে পুলিশের নতুন নিউজ পোর্টাল

প্রকাশঃ ৯:০৪ অপরাহ্ন, জানুয়ারি ১, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৪ অপরাহ্ন, জানুয়ারি ১, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : নিজেদের নানা তৎপরতা, বক্তব্য ও দেশি-বিদেশি খবর জানাতে এগিয়ে এসেছে ঢাকা মহানগর পুলিশ। উদ্বোধন করা হয়েছে ডিএমপিনিউজ ডট অর্গ (dmpnews.org) ঠিকানার একটি নিউজ পোর্টাল। বুধবার রাজধানীর মিন্টো রোডের কার্যালয়ের পোর্টালটির উদ্বোধন করেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ।

অনুষ্ঠানে জানানো হয়, অপরাধ দমনে পুলিশের নানা পদক্ষেপ, বক্তব্য, বিবৃতি, প্রেস বিজ্ঞপ্তি পোর্টালটিতে প্রকাশ করা হবে। পুলিশ কর্তকর্তাদের সংবাদ সম্মেলনে দেওয়া বিভিন্ন বক্তব্যও প্রকাশ করা হবে। ফলে সাংবাদিকরা সহজেই তাদের প্রয়োজনীয় সংবাদ এই পোর্টাল থেকেই সংগ্রহ করতে পারবেন। শুধু পুলিশের কার্যক্রম নয়, দেশি-বিদেশি, খেলাধুলা, বিনোদনের খবরও থাকবে। থাকবে ব্রেকিং নিউজও।

DMP news portal-TechShohor

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান, অতিরিক্ত কমিশনার আব্দুল জলিল, যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, গোয়েন্দা পুলিশের উপকমিশনার জাহাঙ্গীর আলম মাতুব্বর, কৃঞ্চপদ রায় প্রমুখ।

*

*

Related posts/