Maintance

জন্মদিনে কিং খানের সেলফি

প্রকাশঃ ১১:৩০ অপরাহ্ন, নভেম্বর ২, ২০১৫ - সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৮ অপরাহ্ন, নভেম্বর ৩, ২০১৫

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্ত্রী গৌরি খানের সঙ্গে সেলফি তুলে ৫০তম জন্মদিন উদযাপন করলেন ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাহরুখ খান।

ভারতীয় মিডিয়ায় বা নিজের সোশ্যাল মিডিয়া কোন জায়গাতেই গৌরি খানকে খুব একটা চোখে পড়ে না। তবে স্বামীর সঙ্গে জন্মদিনে তোলা ফেলফি ঠিকই পোস্ট করেছে তার সোশ্যাল সাইট ইন্সটাগ্রামে।

২ অক্টোবর সোমবার ছিল বলিউড তারকা কিং খানের ৫০তম জন্মদিন। এ উপলক্ষে সকালে সেলফিটি ইন্সটাগ্রামে ভক্ত ও বন্ধুদের জন্য পোস্ট দেন মিসেস খান।

king pic

এছাড়া মধ্যরাতে দুই সন্তান আরিয়ান ও সুহানাকে নিয়ে কেক কাটেন মিস্টার ও মিসেস খান। সন্তানদের নিয়ে কেক কাটার ছবিটিও সোশ্যাল সাইট ইন্সটাগ্রামে পোস্ট করেছেন মিসেস খান।

ছবির সঙ্গে ক্যাপশনে গৌরি লিখেছেন ‘শুভকামনা ও ভালোবাসা’।

এ ছাড়া দিনের বেলা বাসার বাইরে জড়ো হওয়া ভক্তদের সঙ্গেও সেলফি তুলেছেন বলিউডের এ কিং।

সোশ্যাল মিডিয়ায় প্রিয় তারকাকে শুভেচ্ছা জানিয়েছে হাজারো ভক্ত। সন্ধ্যায় নিজের সোশ্যাল সাইট ফেইসবুকে দেওয়া স্ট্যাটাসে সবাই ধন্যবাদ জানিয়েছেন সুপারস্টার শাহরুখ খান।

শাহরুখ লিখেছেন, খুবই বিনীতভাবে বলছি জন্মদিনে এতো এতো ভালোবাসা পেয়েছি যে, কখনো ভাবিনি ভালোবাসা এতো সুন্দর হতে পারে।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে সৌমিক আহমেদ

*

*

Related posts/