HP Banner
Maintance

অ্যান্ড্রয়েডচালিত গাড়ি আনছে গুগল!

প্রকাশঃ ডিসেম্বর ৩১, ২০১৩, ০১:৪০ - আপডেটঃ ডিসেম্বর ৩১, ২০১৩, ০১:৪০

google_andriod car_techshohor
Symphony 2018

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ওয়েব সার্চ, অপারেটিং সিস্টেম, ক্রোমবুক, রোবটিক্স ইত্যাদির পর এবার গুগলের লক্ষ্য উন্নত প্রযুক্তি নির্ভর গাড়ি। প্রযুক্তি জায়ান্টটি প্রযুক্তিনির্ভর চালকবিহীন গাড়ি নিয়ে কাজ করছে অনেকদিন ধরে। এরই ধারাবহিকতায় গাড়িতে গুগলের মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড যোগ করা হচ্ছে।

ওয়াল ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, জার্মান গাড়ি নির্মাতা কোম্পানি অডির সাথে যৌথভাবে গুগল গাড়িতে ব্যবহারের জন্য অ্যান্ড্রয়েডভিত্তিক বিনোদন ও তথ্যমূলক অ্যাপ্ললিকেশন তৈরির জন্য কাজ প্রায় শেষ করে এনেছে।

google_andriod car_techshohor

জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কনস্যুমার ইলেকট্রনিকস শোতে নতুন উদ্যোগ প্রকাশ করার সম্ভাবনা রয়েছে প্রতিষ্ঠানটির।

অ্যান্ড্রয়েডভিত্তিক গাড়ি নির্মাণ প্রকল্পের সাথে চিপ প্রস্তুতকারকর কোম্পানি এনভিডিয়াও যুক্ত আছে। প্রতিষ্ঠান তিনটি এক সাথে এমন একটি অ্যান্ড্রয়েড সিস্টেম নির্মাণ করতে চাচ্ছে যার সাহায্যে চালক এবং যাত্রীরা গান শোনার পাশাপাশি অ্যাপস ব্যবহার ও নেভিগেশন করতে পারবেন। এটি অনেকটা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের মতই কাজ করবে, যা কিনা মাল্টি-ইউজার এনাবলড হবে।

এদিকে টেক জায়ান্ট অ্যাপল চলতি বছর ‘আইওএস ইন দ্যা কার’ নামে গাড়ি নির্মাণের ঘোষনা করে। যা আইওএসচালিত ডিভাইসগুলোকে গাড়ির সাথে যুক্ত রাখছে।

বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে দুই টেক জায়ান্টের পরবর্তী প্রজন্মের গাড়িগুলোতে মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহারের প্রতিযোগীতা শুরু হলো। এখন দেখার অপেক্ষা কে এগিয়ে থাকে এ যুদ্ধে।

– দ্যা নেক্সট ওয়েব অবলম্বনে তুসিন আহমেদ

*

*

সর্বাধিক পঠিত