![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : হ্যাকারদের দখলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট।
সোমবার এ ওয়েবাসাইটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর থেকেই হ্যাকাররা এর দখলে নেয়।
হ্যাকাররা ওয়েবসাইটটি হ্যাক করে নিজেদের ব্যানার ঝুলিয়ে দেয়। রাত সাড়ে এগারটা পর্যন্ত এটি উদ্ধার করতে পারেনি কর্তৃপক্ষ। তবে বিকল্প ব্যবস্থায় এ ঠিকানায় ফলাফল দেখার ব্যবস্থা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
ইন্টারন্যাশনাল আন্ডারগ্রাউন্ড হ্যাকার টিমের পক্ষে নিজেকে রিফাত নামে পরিচয় দিয়ে ব্যানারটিতে ওই হ্যাকার লিখেছে, ‘আমি শুধু ওয়েবসাইটটির নিরাপত্তা পরীক্ষা করছিলাম। আর সেখানে খুব দূর্বল নিরাপত্তা ব্যবস্থা পেয়েছি।’
ওয়েবাসাইটটির নিরাপত্তা ব্যবস্থা ঠিক না করা হলে ওই হ্যাকার আবারও হানা দেয়ার হুমকি দিয়েছে।
সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্তও ওয়েবসাইটটি উদ্ধার করতে পারেনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আল-আমীন দেওয়ান