Maintance

এইচপির বেস্ট ডিসট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস

প্রকাশঃ ১২:৪০ অপরাহ্ন, অক্টোবর ১৮, ২০১৫ - সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪০ অপরাহ্ন, অক্টোবর ১৮, ২০১৫

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের বাজারে এইচপির বেস্ট ডিস্ট্রিবিউটর অ্যাওয়ার্ড পেয়েছে স্মার্ট টেকনোলজিস (বিডি)।দ্বিতীয়বারের মতো এই অ্যাওয়ার্ড পেল কোম্পানিটি।

কক্সবাজারের একটি হোটেলে এইচপি এইসি (এশিয়ান ইমার্জিং কান্ট্রি) জেনারেল ম্যানেজার ক্রিশ্চিয়ান এডমন্ড রেইজ সম্প্রতি স্মার্ট টেকনোলজিসের চেয়ারম্যান মোহাম্মদ মাজহারুল ইসলামের হাতে পুরস্কারটি তুলে দেন।

এ সময় বাংলাদেশের বাজারে এইচপি আরো শক্ত অবস্থান করে নিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন এডমন্ড রেইজ।

Symphony 2018

HP best distributor award

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচপি বাংলাদেশের বিজনেস হেড ইমরুল হোসেন ভুঁইয়া, এইচপি এইসি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার ডেনিস লি, এডি সোহ ও কৃশ ইয়োহ, স্মার্ট টেকনোলজিসের বিক্রয় মহাব্যবস্থাপক জাফর আহমেদ, বিপণন মহাব্যবস্থাপক মুজাহিদ আল বেরুনী সুজন, সার্ভিস মহাব্যবস্থাপক সুজয় কুমার জোয়ার্দার এবং কর্পোরেট মহাব্যবস্থাপক শেখ হাসান ফাহিমসহ প্রমুখ।

এ ছাড়াও ২০১৪-১৫ সময়কালে এইচপির ব্যবসায় সম্প্রসারণ ও পার্টনার সাপোর্টে বিশেষ অবদান রাখায় বেস্ট জিও-এক্স-পার্টনার সাপোর্ট অ্যাওয়ার্ড পেয়েছেন স্মার্ট টেকনোলজিসের এইচপি প্রোডাক্ট ম্যানেজার মো. শরিফুল হক।

ইমরান হোসেন মিলন

*

*

Related posts/