Maintance

এইচপির নতুন নোটবুক এনেছে স্মার্ট টেকনোলজিস

প্রকাশঃ ৫:০২ অপরাহ্ন, আগস্ট ৫, ২০১৫ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:০২ অপরাহ্ন, আগস্ট ৫, ২০১৫

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এইচপির ২৪২ মডেলের একটি নোটবুক বাজারে এনেছে প্রযুক্তিপণ্য পরিবেশক প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস।

এই নোটবুকে রয়েছে ইন্টেলের চতুর্থ প্রজন্মের কোর আই থ্রি প্রসেসর।

hp notebook, model 242

১৪ দশমিক এক ইঞ্চি মাপের এলইডি ডিসপ্লে সুবিধার নোটবুকটিতে আরও রয়েছে ডিডিআরথ্রি র্যা ম ও ৫০০ জিবি হার্ডডিস্ক সুবিধা ও মাল্টি ডিভিডি রাইটার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্মার্ট টেকনোলজিস জানিয়েছে, এক বছরের বিক্রয়োত্তর সেবাসহ ৩৩ হাজার টাকায় পাওয়া যাবে নোটবুকটি।

আহমেদ মনসুর

*

*

Related posts/