Maintance

নতুন এক্সবক্স ওয়ানে খেলা যাবে পুরনো গেইম

প্রকাশঃ ৯:৩০ পূর্বাহ্ন, জুন ১৬, ২০১৫ - সর্বশেষ সম্পাদনাঃ ১:০৯ অপরাহ্ন, জুন ১৬, ২০১৫

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অনলাইনে ভিডিও গেইম খেলার জনপ্রিয় প্লাটফর্ম এক্সবক্সের পুরনো ৩৬০ গেইম নতুন এক্সবক্স ওয়ান কনসোলে খেলা যাবে।

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ইলেক্ট্রনিক্স এন্টারটেইনমেন্ট এক্সপো (ই৩) গেইম শোতে এক্সবক্সের নির্মাতা প্রতিষ্ঠান সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট এ ঘোষণা দিয়েছে।

বার্ষিক এই ভিডিও গেইম কনফারেন্স ও শোতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, এক্সবক্স প্রযুক্তি আরও উন্নত করেছে তারা। ফলে পুরনো গেইমগুলো নতুন কনসোলে খেলতে আর বাধা থাকবে না।

XBox

আগামি ডিসেম্বরে ক্রিসমাসের সময় ফিচারটি ব্যবহারকারীদের জন্য উন্মোক্ত করা হবে। যার মাধ্যমে শতাধিক পুরনো গেইম খেলা যাবে। ফিচারটি রিলিজের পর অল্প সময়ের মধ্যেই আরও শতাধিক নতুন গেইম অন্তর্ভুক্ত করা হবে। এর মধ্যে কয়েকটি গেইমের নামও প্রকাশ করা হয়েছে।

মাইক্রোসফট জানিয়েছে এক্সবক্স ওয়ান রয়েছে এমন ব্যক্তিদের কেনা পুরনো গেইমের জন্য এখন আর নতুন করে টাকা খরচ করতে হবে না বা নতুন করে ওই গেইম কিনতে হবে না।

নতুন গেইম উন্মোক্ত হওয়ার পর তা অটোমেটিকভাবেই গেইমারের লাইব্রেরিতে দেখা যাবে বলে জানিয়েছে সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট।

বিবিসি অবলম্বনে সৌমিক আহমেদ

*

*

Related posts/