Maintance

২৭ বছরের পুরানো কম্পিউটারে ওয়েব ব্রাউজ!

প্রকাশঃ ১০:২৪ পূর্বাহ্ন, ডিসেম্বর ১৬, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ১:২৬ অপরাহ্ন, ডিসেম্বর ১৬, ২০১৩

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : জেফ ক্যাচার নামে একজন  প্রকৌশলী তার জীবনের প্রথম কম্পিউটার ম্যাকিনটোশ প্লাসে ওয়েব ব্রাউজ করতে সক্ষম হয়েছেন। ২৭ বছরের পুরনো অ্যাপলের কম্পিউটারটিতে ক্যাচার ইন্টারনেট ব্যবহারের চেষ্টা করছিলেন চলতি বছরের শুরু থেকে। অনেক চেষ্টার পর অবশেষে বছরের শেষ ভাগে এসে তিনি সফলভাবে ইন্টারনেট সংযুক্ত করে ওয়েব ব্রাউজ করতে পেরেছেন।

টেক জায়ান্ট অ্যাপলের ওই কম্পিউটারটিতে ব্যবহার করা হয়েছে ৮ মেগাহার্জ প্রসেসর, ৪ মেগাবাইট র‌্যাম, ৫১২*৩৪২ রেজুলেশনের এক বিট স্কিন ও হার্ডড্রাইভ ১০০ মেগাবাইট। ওয়েব ব্রাউজার হিসেবে রয়েছে ম্যাক ওয়েব ব্রাউজার ভার্শন টু, যা ১৯৯৪ সালের।

নিতান্ত খেয়ালের বশে দীর্ঘদিনের পুরনো এ কম্পিউটারে ইন্টারনেট সংযোগ দিয়ে চালু করার চেষ্টা চালান ক্যাচার। এ জন্য তিনি রাস্পবেরি পি, কিছু সিরিয়াল অ্যাডাপ্টার এবং ভোল্টেজ কনভার্টার ম্যাকিনটোশ সিরিয়াল পোর্ট সংযুক্ত করেন।এজন্য কিঙ্কস নামের সফটওয়্যার টুলসও ব্যবহার করেন তিনি। অবশেষ অনেক চেষ্টার পর তিনি সার্থক হন ওয়েব ব্রাউজ করতে। যদিও ওয়েব ব্রাউজের গতি ছিল অনেক ধীর। এটি প্রায় প্রতি সেকেন্ডে ১ কিলোবাইট, ভিডিও স্পিড ২০*।

Symphony 2018

এ নিয়ে জেফ ক্যাচার  একটি ভিডিও প্রকাশ করেছেন।

দ্যা নেক্সট ওয়েভ অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/