Maintance

সিবিট অস্ট্রেলিয়ায় বেসিসের অংশগ্রহণ

প্রকাশঃ ৫:৪৩ অপরাহ্ন, মে ২০, ২০১৫ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৩ অপরাহ্ন, মে ২০, ২০১৫

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার অন্যতম তথ্যপ্রযুক্তি মেলা ‘সিবিট অস্ট্রেলিয়া ২০১৫’ -তে অংশ নিয়েছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি অলিম্পিক পার্কে মেলাটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় বেসিসের সদস্য কোম্পানি বিইয়ন্ড টেকনোলজিস, বিটস সল্যুশন লিমিটেড, ডিভাইন আইটি লিমিটেড, ডাটাবেজ সফটওয়্যার লিমিটেড এবং সরকারের পক্ষ থেকে হাই-টেক পার্ক কর্তৃপক্ষ মেলায় তাদের পণ্য ও সেবা প্রদর্শন করে।

বেসিসের আরেক সদস্য কোম্পানি উইনটেল লিমিটেড মেলায় ভিজিটর হিসেবে অংশ নেয়।

Symphony 2018

CeBIT Australia 2015

দেশের তথ্যপ্রযুক্তিকে দেশের বাইরে জনপ্রিয় করা ও চাহিদা তৈরির লক্ষ্যেই সিবিট অস্ট্রেলিয়ায় অংশ নেওয়া বলে মনে করেন বেসিস সভাপতি শামীম আহসান।
তিনি বলেন, ইতোমধ্যেই উত্তর আমেরিকা ও ইউরোপের বাজারে আমরা ভালো অবস্থান করতে পেরেছি। অস্ট্রেলিয়ার বাজারেও বাংলাদেশের আইটি খাতের সম্ভাবনা প্রচুর। এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা এবারের মেলায় অংশ নিয়েছি।

ইমরান হোসেন মিলন

*

*

Related posts/