Maintance

স্মার্টফোন ও ট্যাবের জন্য পেনড্রাইভ আসছে

প্রকাশঃ ৩:১৬ অপরাহ্ন, ডিসেম্বর ১৪, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৬ অপরাহ্ন, ডিসেম্বর ১৪, ২০১৩

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : এবার স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য পেনড্রাইভ তৈরি করেছে সনি। আগামী বছরের জানুয়ারি থেকে প্রথমবারের মতো এ দুটি ডিভাইস উপযোগী পেনড্রাইভ বাজারে ছাড়া হবে।

নতুন এ পেনড্রাইভগুলো একের ভিতরে দুই ধরনের সুবিধা দেবে। এগুলো ইউএসবি ২ দশমিক শূন্য এবং মাইক্রো ইউএসবি কানেক্টর সুবিধাযুক্ত। এ কারণে স্মার্টফোনের পাশাপাশি এটি ডেস্কটপ ও ল্যাপটপেও ব্যবহার করা যাবে।

smartphone pendrive_techshohor

জাপানি ইলেকট্রনিক্স পণ্য প্রস্তুতকারক প্রতিষ্ঠান সনি জানায়, পেনড্রাইভটি অ্যান্ড্রয়েডচালিত ডিভাইসে ব্যবহার করা যাবে। অ্যান্ড্রয়েডের আইসক্রিম স্যান্ডউইচ থেকে শুরু করে জেলিবিন সংস্করণে ব্যবহার করা যাবে।

পেনড্রাইভটি অ্যান্ড্রয়েডের সর্বশেষ  সংস্করণ ৪.৪ কিটক্যাটে ব্যবহারের উপযুক্ত করার কাজ চলছে এবং অতি শিগগির তা কিটক্যাট ৪.৪ এ ব্যবহার করা যাবে।
মেটাল বডি সমৃদ্ধ পেনড্রাইভটি তিনটি রংয়ে পাওয়া যাবে।

প্রথম দিকে ৮, ১৬ এবং ৩২ গিগাবাইট সংস্করণে পাওয়া যাবে পেনড্রাইভটি যার মূল্য হবে যথাক্রমে ১৯.৯৯ ডলার, ২৯.৯৯ ডলার এবং ৬২.৯৯ ডলার।

– টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/