Maintance

১১ ঘন্টা ব্যাকআপ সুবিধার ফুজিৎসু ল্যাপটপ

প্রকাশঃ ১১:৩৪ পূর্বাহ্ন, ডিসেম্বর ১৪, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ১:৪২ অপরাহ্ন, ডিসেম্বর ১৪, ২০১৩

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : টানা ১১ ঘণ্টা ব্যাকআপ সুবিধার জাপানে তৈরি ফুজিৎসু ব্র্যন্ডের ই-সিরিজের কোর আই৫ -৩৩৪০এম প্রসেসর সমন্বিত লাইফবুক এখন দেশের বাজারে। দ্রুত ডেটা স্থানান্তর গতির লাইফবুকটিতে রয়েছে ৫০০ জিবি হাইব্রিড হার্ডডিস্ক। ব্যবহার করা হয়েছে পানি নিরোধক কি-বোর্ড। রয়েছে ৪ গিগাবাইট র‍্যাম, যা প্রয়োজনে ১৬ গিগাবাইট পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।

ফুজিৎসু লাইফবুক ই৭৩৩ মডেলের এই ল্যাপটপটির নিরাপত্তা ব্যবস্থা হিসেবে রয়েছে বায়োস লক, হার্ডডিস্ক লক, অ্যান্টিথেফট লক স্লট, আরএফ ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং টিপিএম। ফলে পিসি’র ডাটা থাকে সুরক্ষিত। আর এটিতে ডকিং স্টেশন থাকায় বৈদ্যুতিক সংযোগের জন্য আলাদা পোর্ট ব্যবহার করার প্রয়োজন নেই।

FUJ_30335_LIFEBOOK_E_Line-TechShohor

১ দশমিক ৭ কেজি ওজনের অরিজিন্যাল উইন্ডোজ ৮ প্রফেশনাল অপারেটিং সিস্টেম বিল্ট ইন থাকা ল্যাপটপটির দাম এক লাখ ৩০ হাজার টাকা। রুপালী রঙের ল্যাপটপটির সাথে এক বছরের বিক্রয়োত্তর সেবা ছাড়াও একটি ফুজিৎসু ক্যারিকেস উপহার দিচ্ছে ফুজিৎসুর পরিবেশক কম্পিউটার সোর্স।

– বিজ্ঞপ্তি অবলম্বনে তুহিন মাহমুদ

*

*

Related posts/