Maintance

নতুন আইপি ফোনসেট আনল স্মার্ট টেকনোলজিস

প্রকাশঃ ১:১৮ অপরাহ্ন, এপ্রিল ২৭, ২০১৫ - সর্বশেষ সম্পাদনাঃ ১:১৮ অপরাহ্ন, এপ্রিল ২৭, ২০১৫

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ইয়ালিংক ব্র্যান্ডের টি২১পি ই২ মডেলের আইপি ফোনসেট বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস।

এতে রয়েছে এইচডি ভয়েস, ১৩২*৬৪ পিক্সেল গ্রাফিকাল এলসিডি ডিসপ্লে, পিওই সাপোর্ট, হেডসেট সাপোর্ট এবং ওয়াল মাউন্ট করার সুবিধা।

Yealink-T21P-E2-techshohor

এ মডেলের আইপি ফোন সেটে একই সঙ্গে দুটি আইপি নম্বার সেট করা যায়।

দেশের প্রযুক্তি বাজারগুলোতে ৫২০০ টাকায় পাওয়া যাবে ফোন সেটটি। আর  এক বছরের বিক্রয়োত্তর সেবা দেওয়া হবে বলে জানিয়েছে স্মার্ট টেকনোলজিস।

ফখরুদ্দিন মেহেদী

*

*

Related posts/