Maintance

ল্যাপটপ কিনতে ঋণ দেবে এনজিও

প্রকাশঃ ৬:১২ অপরাহ্ন, নভেম্বর ২৭, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৪ অপরাহ্ন, নভেম্বর ২৭, ২০১৩

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সরকারের লার্নিং অ্যান্ড আর্নিং কর্মসূচিকে এগিয়ে নেয়ার জন্য পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) দেশের বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে প্রত্যেক ফ্রিল্যান্স আউটসোর্সিং প্রশিক্ষণার্থীকে ল্যাপটপ কিনতে ঋণ সহায়তা দেবে। এ বিষয়ে দ্রত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এবং পিকেএসএফ থেকে দু’জন করে মোট ৪ জনকে ফোকাল পয়েন্ট হিসেবে মনোনীত করা হয়েছে।

বুধবার পিকেএসএফ মিলনায়তনে লার্নিং অ্যান্ড আর্নিং বিষয়ক এক কর্মশালায় সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিম এ কথা জানান।

কর্মশালায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম খান লার্নিং অ্যান্ড আর্নিং প্রোগ্রামের মাধ্যমে দেশে ফ্রিল্যান্সার থেকে উদ্যোক্তা এবং উদ্যোক্তা থেকে বিজনেস প্রসেস আউটসোর্সিং বা আইটি ইন্ডাস্ট্রিয়ালিস্ট তৈরির কর্মপরিকল্পনা নিয়ে একটি প্রেজেন্টেশন দেখান।

Loan for buying laptop-TechShohor

Symphony 2018

সচিব নজরুল ইসলাম খান বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের লার্নিং অ্যান্ড আর্নিং প্রোগ্রামের মাধ্যমে নয় মাসে ১৫ হাজার ফ্রিল্যান্সার তৈরি হয়েছে। এরা বিভিন্ন অনলাইন মার্কেটপ্লেসে বাংলাদেশকে শীর্ষস্থানীয় অবস্থানে নিয়ে এসেছে। অনলাইন মার্কেটপ্লেসে দেশের ফ্রিল্যান্সারদের অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, ওডেস্কে পাকিস্তান, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনকে পিছনে ফেলেছে বাংলাদেশ। ফ্রিল্যান্সারদের কাজের প্রবৃদ্ধি বিগত নয় মাসে বৃদ্ধি পেয়েছে ১০২ শতাংশ। ফ্রিল্যান্স আউটসোর্সিং খাত থেকে বাংলাদেশের আয় এ বছর ৪০ মিলিয়ন মার্কিন ডলার ছড়িয়ে যেতে পারে বলে তিনি জানান।

তিনি আরও জানান, আগামী বছর লার্নিং অ্যান্ড আর্নিং প্রোগ্রামের মাধ্যমে ৪৫ হাজার ফ্রিল্যান্সার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য প্রথমে ফ্রিল্যান্সার তৈরি করা। পরবর্তীতে এসব ফ্রিল্যান্সারদের মধ্য থেকে উদ্যোক্তা এবং শেষে এসব উদ্যোক্তাদের বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) বা আইটি ইন্ডাস্ট্রিয়ালিস্ট তৈরি করা হবে।

এন আই খান বলেন, ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র (ইউআইএসসি) থেকে বর্তমানে প্রতি বছর প্রায় ৫০ হাজার তরুণ-তরুণী কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের লিভারেজিং আইসিটি প্রকল্প থেকে ৩৪ হাজার আইটি পেশাজীবি তৈরি হচ্ছে। এছাড়াও স্কুল, কলেজ, পলিটেকনিক ও ভোকেশনাল ইনস্টিটিউট এবং স্ব-উদ্যোগে প্রচুর সংখ্যক কম্পিউটার প্রশিক্ষিত মানুষদের টার্গেট করে লার্নিং অ্যান্ড আর্নিং প্রোগ্রামকে উপজেলা পর্যন্ত সম্প্রসারিত করা হবে।

কর্মশালায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপস কর্মসূচির পরিচালক ড. মোহাম্মদ আবুল হাসান, লিভারেজিং আইসিটি প্রকল্পের কম্পিউনিকেশন কনসালট্যান্ট অর্জিত কুমার সরকার ও টেকনিক্যাল স্পোশালিস্ট খালিদ নোমান হুসাইনী এবং পিকেএসএফ উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদেরসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। – বিজ্ঞপ্তি

*

*

Related posts/