Maintance

ডিজিটাল ওয়ার্ল্ডের অংশীদার হলো ৭ সংগঠন

প্রকাশঃ ৯:১০ অপরাহ্ন, নভেম্বর ২২, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৯ অপরাহ্ন, নভেম্বর ২২, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশের তথ্যপ্রযুক্তির সবচেয়ে বড় আয়োজন ডিজিটাল ওয়ার্ল্ড আয়োজনের অংশীদার হলো ৭ সংগঠন। ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হচ্ছে ডিজিটাল ওয়ার্ল্ড – ২০১৫।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ(আইসিটি) এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) দ্বিতীয়বারের মত যৌথভাবে আয়োজন করছে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৫’।

আইসিটি বিভাগ ও বেসিসের সাথে এ আয়োজনের অংশীদার হিসেবে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটস বাংলাদেশ (অ্যামটব), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কল সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য), বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ), বাংলাদেশ ওইমেন ইন আইটি (বিডব্লিউআইটি) ও সিটিও ফোরাম যুক্ত হয়েছে।

DW MoU Signing with partners- BASIS

 

শনিবার বিকালে বেসিস সভাকক্ষে বেসিসের সঙ্গে এসব সংগঠনের পৃথক পৃথক দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

স্মারকে বেসিসের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি রাসেল টি আহমেদ, বিসিএসের পক্ষে পরিচালক আলী আশফাক, আইএসপিএবি’র পক্ষে সভাপতি আখতারুজ্জামান মঞ্জু, বাক্য’র পক্ষে সভাপতি আহমেদুল হক ববি, বিআইজেএফ এর পক্ষে সভাপতি মুহাম্মদ খান, বিডব্লিউআইটি’র পক্ষে সভাপতি লুনা সামছুদ্দোহা এবং সিটিও ফোরামের পক্ষে সভাপতি তপন কান্তি সরকার স্বাক্ষর করেন।

এসময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক এস এম আশরাফুল ইসলামসহ বেসিসের কার্যনির্বাহী কমিটি ও ডিজিটাল ওয়ার্ল্ডের সহযোগি সংগঠনগুলোর কর্মকর্তারা।

উল্লেখ্য, ফেব্রুয়ারির ৯ তারিখে শুরু হয়ে এ মেলা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। ইতিমধ্যে তথ্যপ্রযুক্তি সেক্টরের সবচেয়ে বড় এই মেলা আয়োজনের প্রস্তুতি চলছে।
সরকারি বেসরকারি উদ্যোগে প্রথম এ আয়োজন গত ৪ থেকে ৭ জুন অনুষ্ঠিত হয়েছিল।

-আল আমীন দেওয়ান

আরও পড়ুন:

*

*

Related posts/