Maintance

তরুণ উদ্যোক্তারাই অর্থনীতিকে সমৃদ্ধ করবে : বেসিস সভাপতি

প্রকাশঃ ৯:০৫ অপরাহ্ন, নভেম্বর ২০, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৫ অপরাহ্ন, নভেম্বর ২০, ২০১৩

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : তরুণ উদ্যোক্তারাই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। আর এই তরুণ উদ্যোক্তা তৈরিতে কাজ করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস-বেসিস। স্থানীয় উদ্যোক্তাদের সম্বর্ধনা দিতে বুধবার ঢাকায় অনুষ্ঠিত বিশ্ব উদ্যোক্তা সপ্তাহের কর্মসূচিতে বেসিস সভাপতি শামীম আহসান এ কথা বলেন।

Shamim-ahsan-startupbash-TechShohor

Symphony 2018

রাজধানীর বনানীর নিউজক্রেড কার্যালয়ে ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এ আয়োজন চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। বেসিসসহ স্টার্টআপব্যাসবিডি, বিডিটেক সোশ্যাল, সেতু প্রভৃতি সংগঠনের যৌথ উদ্যোগে এটি বাস্তবায়িত হচ্ছে।

সপ্তাহব্যাপী এ আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা, কর্মশালা, নেটওয়ার্কিং সেশন ইত্যাদি। শতাধিক তরুণ উদ্যোক্তা এ অনুষ্ঠানে অংশ নিয়েছেন।

*

*

Related posts/