Maintance

ওয়াশিংটন পোস্ট, সিএনএন ও টাইমের ওয়েবসাইটে হ্যাকারদের হামলা

প্রকাশঃ ৮:৩৪ পূর্বাহ্ন, আগস্ট ২৫, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৩ অপরাহ্ন, সেপ্টেম্বর ২, ২০১৩

ওয়াশিংটন পোস্ট, সিএনএন ও টাইম ম্যাগাজিনের ওয়েবসাইটে হামলা চালিয়েছে সিরিয়ান ইলেক্ট্রনিক আর্মি (এসইএ) নামের একদল হ্যাকার। দলটি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সমর্থক।

জানা গেছে, সাইবার হামলার ফলে সাইটগুলোর বেশ কিছু লিংকে প্রবেশ করলেই পাঠকরা নিজেদের অজানে্তই সিরিয়ান ইলেক্ট্রনিক আর্মি ওয়েবসাইটে প্রবেশ করেছে। সাইটগুলোর লিংক রিকমন্ডেশন সার্ভিসে ত্রুটির কারণেই এমনটি ঘটেছে।

উলে্লখ্য, গত কয়েক মাসে বেশ কয়েকটি গণমাধ্যমে হামলা চালিয়েছে  নামের হ্যাকার দলটি। বেশীরভাগ হামলাতেই গনমাধ্যমগুলোর সামাজিক যোগাযোগ অ্যাকাউন্ট হ্যাক করে দলটি। তবে এবারের হামলায় সাইটগুলোতে  নিজেদের বিভিন্ন লিংক প্রদর্শণ করতে সক্ষম হয় তারা।

সূত্র: বিবিসি

*

*