![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল উইন্ডোজ ফোনের জন্য ‘গুগল সার্চ’ অ্যাপের নতুন সংস্করণ বুধবার উম্মুক্ত করেছে। এখন থেকে উইন্ডোজ ফোনের অ্যাপস স্টোর থেকে এটি ডাউনলোড করা যাবে।
নতুন সংস্করণে ভয়েস কমান্ডে উন্নত ইন্টারফেস যুক্ত করা হয়েছে। উন্নতমানের গুগল ইমেজ ব্রাউজিং ও সাইন ইন অপশন যোগ করার পাশাপাশি বেশ কিছু বাগ সংশোধন করা হয়েছে।
উইন্ডোজ ফোনের জন্য নতুন কোনো অ্যাপ কিংবা পুরাতন কোনো অ্যাপের নতুন সংস্করণ সাধারণত গুগল করে না। তবে এবার ব্যতিক্রমী এ কাজটি করল টেক জায়ান্ট কোম্পানিটি।
শুধু তাই নয় কয়েক মাস আগে উইন্ডোজ ফোন স্টোরে প্রতিদ্বন্দ্বী মাইক্রোসফটের তৈরি ইউটিউব অ্যাপস তুলে নিতে বাধ্য করে। ওই অ্যাপটি তৈরি করেছিল মাইক্রোসফট। তবে শেষ পর্যন্ত এ বিষয়ে গুগলের সঙ্গে চুক্তি ভঙ্গের জন্য বাতিল করা হয় অ্যাপটি।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, নতুন সংস্করণের ফলে এ অ্যাপটি উইন্ডোজ ফোনের গ্রাহকের কাছে আরও বেশি আকর্ষনীয় হবে। ইতোমধ্যে ব্যবহারকারীরা নতুন সংস্কণের জন্য গুগলকে ধন্যবাদ জানিয়েছে।
নতুন এ সংস্করণটি উইন্ডোজ ফোনের অ্যাপস স্টোর থেকে ডাউনলোড করা যাবে।
– জিএসএম এরিনা প্রতিবেদন থেকে তুসিন আহমেদ