![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : কুইন এটনায়ার মাত্র ১০ বছর বয়স থেকে ইলেক্ট্রনিক্সের বিষয়ে প্রোগ্রামিং শিখছেন। ৩ বছরের মধ্যেই ‘কিউটেকনো’ নামে নিজের একটি কোম্পানি খুলেছেন। আর বাড়তি সময়ে এমআইটি গ্রাজুয়েটদের প্রশিক্ষণ দিচ্ছেন। বিশ্বব্যাপী শিশু শিক্ষাকে পাল্টে দিতে কাজ করছে এ বিস্ময় বালক।
শিক্ষা, ইলেক্ট্রনিক্স এবং প্রোগ্রামিংয়ের বিষয়ে ভালোবাসা থেকেই কুইন ইতোমধ্যে বেশ কয়েকটি স্টার্টার কিট তৈরি করেছে। যা ইলেক্ট্রনিক্স প্রোগ্রামিংয়ে শিশুদের শিক্ষায় সহায়তা করবে। প্রতিটি ক্লাসে ইলেক্ট্রনিক্স বিষয় রাখার মাধ্যমে শিক্ষাক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন আনার প্রত্যাশা কুইনের।
কুইন জানায়, ‘স্কুলের ক্লাস আসলে একঘেয়েমি। ছোটবেলা থেকে এ একঘেয়েমি দুর করার চিন্তা মাথায় আসে। এরই ফলশ্রুতিতে বেশ কয়েকটি স্টার্টার কিট তৈরি করেছি। যেগুলো শিশুদের ক্লাসে একঘেয়েমি কাটিয়ে আনন্দের মাঝে শিক্ষা নিতে সহায়তা করবে। কিউটেকনো এর মাধ্যমে এসব কিট বিক্রি করা হচ্ছে’।
– বিবিসি ও কিউটেকনো অবলম্বনে তুহিন মাহমুদ