Maintance

সিঙ্গাপুর প্রধানমন্ত্রীর ওয়েবসাইট হ্যাক

প্রকাশঃ ৫:৪০ পূর্বাহ্ন, নভেম্বর ৯, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪০ পূর্বাহ্ন, নভেম্বর ৯, ২০১৩

তুহিন মাহমুদ, টেক শহর স্টাফ কনটেন্ট কাউন্সিলর : সিংগাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং এর অফিসিয়াল ওয়েবসাইট হ্যাকিংয়ের শিকার হয়েছে। বিশ্বের আলোচিত হ্যাকিং গ্রুপ ‘অ্যানোনিমাস’ এর হ্যাকাররা এই হ্যাকিং কাজ চালিয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।

সম্প্রতি একটি অনলাইন ভিডিওতে অ্যানোনিমাস সিংগাপুরের সরকারি ওয়েবসাইট হ্যাক করার হুমকি দেয়। এতে দেশটির প্রধানমন্ত্রী হ্যাকার গ্রুপটিকে খুঁজে বের করবেন বলে ঘোষনা দেন। এই ঘোষনার একদিন পরেই তার অফিসিয়াল ওয়েবসাইটটি হ্যাক হয়।

Anonymous hacks Singapore Prime Minister's website_ Tech Shohor

Symphony 2018

হ্যাকাররা ওয়েবসাইটটি হ্যাকিংয়ের পর মুখোশ পরা একটি ছবি পোস্ট করেছে, যেটি অ্যানোনিমাস গ্রুপের সংকেত প্রকাশ করে। এছাড়া সেখানে বলা হয়েছে- ‘ইটস গ্রেট টু বি সিংগাপুরিয়ান টুডে’।

বৃহষ্পতিবার দেশটির ইন্টারনেট ও ফোন নিয়ন্ত্রণকারী সংস্থা জানায়, “ওয়েবসাইটটির আংশিক হ্যাক করতে পেরেছে হ্যাকাররা। প্রধানমন্ত্রীর প্রধান ওয়েবসাইটটি এখনো ঠিক রয়েছে। আমরা হ্যাকিংয়ের শিকার হওয়া পেজগুলো পুন:রুদ্ধারের চেষ্টা করছি। এছাড়া কারা এই কাজটি করেছে তা তদন্ত হচ্ছে”।

– বিবিসি অবলম্বনে

*

*

Related posts/