Maintance

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে গুগল ম্যাপআপ অনুষ্ঠিত

প্রকাশঃ ৮:৩৫ অপরাহ্ন, নভেম্বর ১, ২০১৩ - সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৫ অপরাহ্ন, নভেম্বর ১, ২০১৩

টেক শহর ডেস্ক : ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) ম্যাপিং বাংলাদেশ কমিউনিটি এবং গুগল ডেভেলপার্স গ্রুপের আয়োজনে শুক্রবার ম্যাপিং বিষয়ক কর্মশালা ‘গুগল ম্যাপআপ’ অনুষ্ঠিত হয়।

গুগল ম্যাপে দেশের বিভিন্ন স্থানের তথ্য তুলে ধরার প্রশিক্ষণ দিতে এ কর্মশালার আয়োজন করা হয়। বিভিন্ন স্থাপনা যেমন স্কুল, কলেজ, ব্যাংক, এটিএম বুথের তথ্য গুগল ম্যাপে যোগ করার কৌশলও শেখানো হয়।

Symphony 2018

Google Mapup_ IUB_ Tech Shohor

আগ্রহী শিক্ষার্থীরা এ ম্যাপঅ্যাপ কর্মশালায় অংশ নেয়। সার্বিকভাবে এ কর্মশালা সমন্বয়ের দায়িত্ব পালন করেন আইইউবি’র স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্স।

প্রশিক্ষণ শেষে প্রকৌশল বিভাগের ডিন সহযোগী অধ্যাপক ড. আলী শিহাব সাব্বির অংশগ্রহণকারীদের মধ্যে সদনপত্র বিতরণ করেন।

*

*

Related posts/