Maintance

অ্যাংরি বার্ডসের নতুন সিরিজ টান্সফরমারস

প্রকাশঃ ১:১৪ অপরাহ্ন, জুন ১৮, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ১:১৪ অপরাহ্ন, জুন ১৮, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : পাখি নিয়ে মজাদার গেইম অ্যাংরি বার্ডসের ভক্ত রয়েছে বিশ্বজুড়ে। অগণিত এসব ভক্তদের জন্য সুখবর নিয়ে আসছে রোবিও। চলতি বছরেই জনপ্রিয় গেইমটির নতুন সংস্করণ আসছে।

প্রতিবছর গেইমটির নতুন সিরিজ বাজারে আনে নির্মাতা প্রতিষ্ঠান রোবিও। সেই ধারাবাহিকতায় এবার আসছে ‘অ্যাংরি বার্ডস টান্সফরমারস’।

birds-techshohor

সম্প্রতি অনুষ্ঠিত গেইম সম্মেলন ইলেকট্রনিক এন্টারটেইনমেন্ট এক্সপোতে রোবিও-এর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে।

Symphony 2018

প্রতি বছর এ সম্মেলনে  গেইম সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো তাদের তৈরি সেরা গেইম নিয়ে  হাজির হয়। এ ছাড়া পরবর্তীতে যেসব গেইম আনা হবে সেগুলোর সর্ম্পকেও জানিয়ে থাকে।

নতুন  গেইমটিতে যুক্ত করা হবে নতুন সব লেভেল। যা গেইমারদের আনন্দ দেবে বলে মনে করছে কর্তৃপক্ষ। এ ছাড়া আগের সংস্করণের তুলনায় গ্রাফিক্সের যথেষ্ট উন্নতি করা হবে এতে।

২০০৯ সালে  অ্যাংরি বার্ডস গেইমটির প্রথম সংস্করণ আইওএসের জন্য উম্মুক্ত করা হয়। ব্যাপক জনপ্রিয় হওয়ায় পরে তা অ্যান্ড্রয়েডের জন্যও ছাড়া হয়।

২০১২ সালে ‘ অ্যাংরি বার্ডস স্পেস’ সংস্করণটি ১০ লাখ ডাউনলোড হয়েছে মাত্র এক মাসে। জনপ্রিয় এ সিরিজটিরও নতুন সংস্করণ আনা হচ্ছে  সেপ্টেম্বরে।

– ম্যাশেবল ও ফোন এরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/