Maintance

ভেরিফায়েড হলো পলকের ফেইসবুক পেইজ

প্রকাশঃ ৩:৫৫ অপরাহ্ন, জুন ১৩, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৪ অপরাহ্ন, জুন ১৩, ২০১৪

তুহিন মাহমুদ, টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ডাক, টেলিযোগাযোগ ও  তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের ফেইসবুক পেইজ স্বীকৃতি (ভেরিফায়েড) দিয়েছে ফেইসবুক। শুক্রবার পেইজের নামের পাশে নীল রঙ্গের টিক চিহ্নের মাধ্যমে ফেইসবুক কর্তৃপক্ষ এই স্বীকৃতি দেয়।

দেশের মন্ত্রী পর্যায়ের কোন ব্যক্তির ক্ষেত্রে এই প্রথম ফেইসবুক পেইজ ভেরিফায়েড হলো। এর আগে বাংলাদেশ আওয়ামী লীগ, সজীব ওয়াজেদ জয়, লেখক ও সাহিত্যিক জনপ্রিয় লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল, লেখক ও সাংবাদিক আনিসুল হকসহ বেশ কয়েকজন শিল্পী, ব্যান্ড দল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পেইজ স্বীকৃতি দিয়েছে ফেইসবুক।

Zunaid ahmed palak facebook page verified-TechShohor

Symphony 2018

জুনাইদ আহমেদ পলকের এই ফেইসবুক পেইজটিতে বর্তমানে ৫০ হাজারের অধিক লাইক রয়েছে। প্রতিমন্ত্রী নিজে এই পেইজটি পরিচালনা করেন। এছাড়া তার ফেইসবুক অ্যাকাউন্টও রয়েছে।

সাধারণত বিভিন্ন দেশের সেলিব্রেটি, রাজনীতিবিদ, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্যাটাগরির পেইজকে নানা তথ্যের ভিত্তিতে স্বীকৃতি দেয় ফেইসবুক। এ ধারাবাহিকতায় বাংলাদেশি বেশ কয়েকটি পেইজের স্বীকৃতি দেওয়া হয়েছে।

Zunaid ahmed palak facebook page verified-2-TechShohor

সর্বশেষ : পেইজ ভেরিফায়েড হওয়ায় জুনাইদ আহমেদ পলক তার বন্ধু, ভক্ত ও ফেইসবুক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বর্তমানে সরকারি সফরে জেনেভায় রয়েছেন।

*

*

Related posts/