Maintance

টুইটারে ভক্তদের অভিনয় শেখালেন শাহরুখ

প্রকাশঃ ৭:৪৬ অপরাহ্ন, মে ১১, ২০১৪ - সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৬ অপরাহ্ন, মে ১১, ২০১৪

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মাইক্রোব্লগিং সাইট টুইটারে অভিনয় সম্পর্কে জ্ঞান দিলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। সম্প্রতি ভক্তদের জন্য দেওয়া এই টুইটে আলোচনায় এসেছেন তিনি।

টুইটে শাহরুখ খান লিখেছেন, ‘অভিনয় জ্ঞান ১ : যা আপনি বোঝেন না, তা ফুটিয়ে তোলাটাই হচ্ছে অভিনয়। জানা কোনও বিষয় তুলে ধরাকে অভিনয় বলা যায় না। কোনো কিছু জানলে সেটাকে ‘‘ফ্যাক্ট’’ বলে। কাজেই জানা কোনও বিষয়ে অভিনয় করলে তা ‘‘অ্যাক্টিং’’ নয়, ‘‘ফ্যাক্টিং’’ হয়ে যায়।’

Symphony 2018

ShahRukh-Khan-TechShohor

শাহরুখ আরও লিখেছেন, ‘অভিনয় জ্ঞান ২: অভিনয়ে হূদয় ঢেলে দিতে হবে। সত্যকে উপলব্ধি করতে হবে। এমনকি মিথ্যা কোনও বিষয়কেও সত্য বলে ধরে নিয়ে অভিনয় করতে হবে। বিশ্বাস করতে হবে, সেটাই চিরন্তন সত্য। যদিও আপনি খুব ভালো করেই জানেন, আপনি যা করছেন, সেটা চিরস্থায়ী কিছু নয়।’

*

*

Related posts/