Maintance

নচ ডিসপ্লের ট্রেন্ডে সামিল স্যামসাং!

প্রকাশঃ ৮:৩১ অপরাহ্ন, এপ্রিল ১৬, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩১ অপরাহ্ন, এপ্রিল ১৬, ২০১৮

টেক শহর কন্টেন্ট কাউন্সিলর : নচ ডিসপ্লের ট্রেন্ডে সামিল হচ্ছে দক্ষিণ কোরিয়ার ইলেক্ট্রনিক জায়ান্ট স্যামসাং। প্রতিষ্ঠানটির পরবর্তী ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস ১০ এ থাকতে পারে এই ডিসপ্লে। ইতোমধ্যে নচ ডিসপ্লের পেটেন্ট করিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি।

সম্প্রতি মোবিকওপেন ডটনেটের বরাত দিয়ে ফোন বিষয়ক সংবাদ মাধ্যম ফোনএরিনাতে প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায় এই তথ্য। যদিও স্যামসাং আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে কিছু বলেনি।

পেটেন্টের প্রকাশিত ছবিতে দেখা যায়, আইফোন ১০ এর মত নচ ডিসপ্লে থাকবে ফোনটিতে। এই ফোনে রয়েছে নচ। তবে মিলবে হেডফোন জ্যাক ও পিছনে থাকবে ডুয়েল ক্যামেরা সেটআপ।

Symphony 2018

এছাড়া ধারণা করা হচ্ছে, অনস্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা থাকতে পারে ফোনটিতে।

আগামী বছর বাজারে আসবে স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ গ্যালাক্সি এস১০। ফোনটিতে বিশেষ একটি ক্যামেরা ফিচার যুক্ত করা হবে, যা ফোনটির সামনের গভীরতা নির্ণয় করতে সক্ষম। ফিচারটি এই মুহূর্তে শুধু আইফোন ১০ এ আছে।

থ্রিডি ফেইস স্ক্যান প্রযুক্তি স্যামসাং গ্যালাক্সি এস১০ এর আগে কোনো স্যামসাং ফোনে যুক্ত করার সম্ভাবনা নেই। অনেকেই ধরে নিয়েছিলেন, গ্যালাক্সি নোট ৯ এ যুক্ত করা হতে পারে। তবে পরে তা পরে নাকচ হয়েছে।

ফোনএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/