Maintance

শাওমি প্রধানের হাতে এমআই ব্যান্ড ৩!

প্রকাশঃ ৪:৪০ অপরাহ্ন, এপ্রিল ১৬, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪১ অপরাহ্ন, এপ্রিল ১৬, ২০১৮

টেক শহর কন্টেন্ট কাউন্সিলর: সাশ্রয়ী দামে ফিটনেস ব্যান্ড আনার ক্ষেত্রে  বাজারে শাওমির বেশ সুনাম আছে। প্রতিষ্ঠানটির এমআই ব্যান্ড ২ বাজারে বেশ জনপ্রিয় হওয়ার পর এবার আসছে এমআই ব্যান্ডটির তৃতীয় সংস্করণ।

সম্প্রতি গেইমিং স্মার্টফোনের উন্মোচন অনুষ্ঠানে শাওমির প্রধান নিবার্হী লেই জুনের হাতে একটি ফিটনেস ব্যান্ড দেখা যায়। ধারণা করা হচ্ছে, এটিই এমআই ব্যান্ড ৩। তবে ডিভাইসটি নিয়ে শাওমির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানানো হয়নি।

Symphony 2018

ধারণা করা হচ্ছে, এমআই ব্যান্ড ৩’তে থাকবে উন্নত কার্ভ ডিসপ্লে। পূর্বের এমআই ব্যান্ড ২ ডিভাইসে নোটিফেকশন দেখা গেলেও উত্তর দেওয়ার সুবিধা ছিলো না। নতুন সংস্করণটিতে এসএমএসের বার্তার উত্তর দেয়া বা ফোন কল রিসিভের সুবিধা থাকতে পারে। হার্ট রেইট সেন্সর, ব্লুটুথ ৪.২, ভাইব্রেশন ইত্যাদি ফিচারের পাশাপাশি মিলবে আইপি৬৭ রেটিং পানিরোধক সুবিধা।

ডিভাইসটির মূল্য হতে পারে ২০ মার্কিন ডলার। ফোন বিষয়ক সংবাদ মাধ্যম জিএসএমএরিনা জানিয়েছে, চলতি বছর উন্মোচন হতে পারে ডিভাইসটি।

জিএসএমএরিনা অবলম্বনে তুসিন আহমেদ

*

*

Related posts/