Maintance

চলতি মাসেই শাওমি এমআই ৬এক্স আসছে

প্রকাশঃ ৫:২১ অপরাহ্ন, এপ্রিল ১৫, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৬:২৯ অপরাহ্ন, এপ্রিল ১৫, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : শাওমির নতুন ফোন এমআই ৬এক্স আসছে ২৫ এপ্রিল।

মাঝারি স্পেসিফিকেশনের ডিভাইসটির ডিজাইনের সঙ্গে সম্প্রতি বাজারে আসা রেডমি নোট ৫ প্রোর বেশ মিল রয়েছে।

এর মধ্যেই শাওমি ফোনটির একটি টিজার পোস্টার চীনা সোশ্যাল মিডিয়া উইবোতে পোস্ট করেছে।

Symphony 2018

পোস্টারটিতে ফোনের দেখা না পাওয়া গেলেও বড় করে ‘৬এক্স’ লেখা রয়েছে। সঙ্গে আছে ট্যাগলাইন, যার অর্থ খালি চোখে যা দেখা অসম্ভব। ক্যামেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার আজকাল তুমুল জনপ্রিয়, শাওমি এমআই ৬এক্স সে ট্রেন্ডের বাইরে নয়।

মজার বিষয় হচ্ছে, ফোনটি ১০টি রঙে পাওয়া যাবে। প্রসেসর কোনটি দেয়া হবে তা সঠিকভাবে জানা যায়নি। তবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬২৬ অথবা মিডিয়াটেক হেলিও পি৬০ থাকতে পারে। সামনে থাকছে ৫ দশমিক ৯৯ ইঞ্চি, ২১৬০ x ১০৮০ পিক্সেল রেজুলেশনের ডিসপ্লে, পেছনে থাকছে ডুয়াল ক্যামেরা।  ফোনটির ব্যাটারি দেয়া হচ্ছে ২৯১০ এমএএইচ।

ডিজাইন আর স্পেসিফিকেশন অনুযায়ী এমআই৬এক্স এ মূল্য এমআই৫এক্সের সমান, অর্থাৎ ২০ হাজার টাকার আশপাশে থাকতে পারে।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/