![]() |
টেক শহর কনটেন্ট কাউন্সিলর : মার্কিন ফাঙ্ক ব্যান্ড দল আর্থ-উইন্ড অ্যান্ড ফায়ার এর গাওয়া সেপ্টেম্বর গানটি নতুন করে গেয়ে সমালোচিত হয়েছেন টেইলর সুইফট।
শুক্রবার অনলাইন মিউজিক স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্পটিফাইয়ে ‘ডেলিকেট’ ও ‘সেপ্টেম্বর’ নামে দুটি গান প্রকাশ করেন তিনি।
এরপর থেকেই তাকে ট্যাগ করে টুইটারে নেতিবাচক কমেন্ট করার হিড়িক পরে যায়। কারণ আসল গানটির সঙ্গে সুইফটের গাওয়া গানটির ধরণ বেশ খানিকটা ভিন্ন। তাই অনেকেই সুইফটের গানটিকে সহজভাবে নিতে পারেননি।
টেইলর সুইফটের গানটি শুনে একজন লিখেছেন, টেইলর সুইফটের গান ভালোবেসে কোনো ভুল করিনি। কিন্তু সেপ্টেম্বর গানটির কভার শুনে মন খারাপ হয়ে গেলো।
আরেক ব্যবহারকারী লিখেছেন, গানটা শুনেই মেজাজ খারাপ হলো। অন্য এক ব্যবহারকারী লেখেন, সেপ্টেম্বর গানটি আর শুনতে চাই না। আরেক টুইটার ব্যবহারকারী লেখেন, গানটা শুনে শুক্রবারটা মাটি হলো।
সেপ্টেম্বর গানটি প্রথম মুক্তি পায় ১৯৭৮ সালের নভেম্বরে। সেসময় গানটি বেশ জনপ্রিয় হয়েছিলো।
ইউএসএ টুডে অবলম্বনে আনিকা জীনাত