Maintance

দেশে তৈরি প্রিমো এফ৮ ফোন আনল ওয়ালটন

প্রকাশঃ ৭:২১ অপরাহ্ন, এপ্রিল ১২, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৭:২১ অপরাহ্ন, এপ্রিল ১২, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : দেশে তৈরি আরেকটি সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন এনেছে ওয়ালটন। ‘প্রিমো এফ৮’ মডেলের ফোনটি ইতোমধ্যেই দেশের সব ওয়ালটন প্লাজা এবং রিটেইল আউটলেটে পাওয়া যাচ্ছে।

স্মার্টফোনটিতে রয়েছে ৫ ইঞ্চির আইপিএস প্রযুক্তির এফডব্লিউভিজিএ পর্দা। ১৬ মিলিয়ন কালার সাপোর্টেড পর্দায় ছবি বা ভিডিও দেখা, গেইম খেলা কিংবা ইন্টারনেট ব্রাউজিংয়ে ভালো অভিজ্ঞতা পাওয়া যাবে বলে জানায় ওয়ালটন।

ফোনটিতে রয়েছে ১.৩ গিগাহার্জের কোয়াডকোর প্রসেসর, এক গিগাবাইট র‌্যাম, ৮ গিগাবাইট স্টোরেজ। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৬৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

Symphony 2018

এই স্মার্টফোনের উভয় দিকে রয়েছে বিএসআই সেন্সরযুক্ত ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এলইডি ফ্ল্যাশযুক্ত পেছনের ক্যামেরায় নরমাল মোড ছাড়াও প্রফেশনাল, ফেইস বিউটি, প্যানোরমা, এইচডিআর, সিন ফ্রেম, স্পোর্টস মোড, নাইট মোডে ছবি তোলা যাবে। অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ফেইস ডিটেকশন, ডিজিটাল জুম, সেলফ টাইমার, টাচ শট ইত্যাদি। ধারণ করা যাবে ফুল এইচডি ভিডিও।

অ্যান্ড্রয়েড নূগাট ৭.০ অপারেটিং সিস্টেমে পরিচালিত স্মার্টফোনটির প্রয়োজনীয় পাওয়ার ব্যাক-আপের জন্য রয়েছে ২০০০ মিলিঅ্যাম্পিয়ার লি-আয়ন ব্যাটারি।

ফোনটির দাম পাঁচ হাজার ৯৯ টাকা।

ইমরান হোসেন মিলন

*

*

Related posts/