Maintance

ওরিও পেল নকিয়া ৩

প্রকাশঃ ৯:৫৫ অপরাহ্ন, এপ্রিল ১২, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৫ অপরাহ্ন, এপ্রিল ১২, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : অবশেষে নির্মাতা এইচএমডি গ্লোবাল নকিয়া ৩ ফোনের জন্যও ছেড়েছে অ্যান্ড্রয়েড ওরিও আপডেট।

নতুন আপডেটে পিকচার ইন পিকচার, নতুন ইন্টারফেইস আর অন্যান্য ওরিও ফিচারের সবগুলোই যুক্ত করা হয়েছে।

নকিয়া আপডেটটির পেছনে তাদের ৫০ হাজার বেটা টেস্টারদের শ্রমকে ধন্যবাদ দিয়ে আপডেটটি উন্মোচন করে।

Symphony 2018

শুরু থেকেই আপডেটের ব্যাপারে নকিয়া এগিয়ে ছিল। তারা প্রতিটি ফোনেই সময় মত আপডেট পৌঁছে দিতে বদ্ধ পরিকর, এখনও পর্যন্ত তারা সে সুনাম ধরে রেখেছে।

সম্প্রতি নকিয়া ৬ এর কার্নেল সোর্সও উন্মুক্ত করেছে নকিয়া। এর মাধ্যমে অফিশিয়াল আপডেটের পাশাপাশি তৃতীয় পক্ষ ডেভেলাপাররাও রম তৈরি করতে পারবেন। তবে ফোনগুলোর বুটলোডার আনলক করার সুবিধা এখনও না থাকায় সেটা তেমন কাজে আসবে না। ভবিষ্যতে বুটলোডার খুলে দেয়া হবে বলে জানিয়েছে নকিয়া।

এক্সডিএ ফোরাম অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/