Maintance

হুয়াওয়ে আনছে বাজেট অ্যান্ড্রয়েড গো ফোন

প্রকাশঃ ১১:৩০ পূর্বাহ্ন, এপ্রিল ১৩, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৬ অপরাহ্ন, এপ্রিল ১২, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : স্বল্পমূল্যে অ্যান্ড্রয়েড গো ফোন তৈরি করছে নির্মাতা হুয়াওয়ে।

ফোনটির নাম সম্পর্কে নির্দিষ্ট করে কিছু না জানা গেলেও সেটি হুয়াওয়ের ওয়াই সিরিজের অংশ হবে বলে নিশ্চিত করা হয়েছে।

ফোনটির স্পেসিফিকেশন অসাধারণ কিছু হবে না। এতে থাকবে এক গিগাবাইট র‌্যাম আর ১৬ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ।  প্রসেসর দেয়া হবে এমটি৬৭৩৭।

Symphony 2018

আজকাল প্রায় সকল স্বল্পমূল্যের অ্যান্ড্রয়েডেই এই ৬৪বিট কোয়াডকোর প্রসেসরটি দেয়া হচ্ছে। জিপিউ থাকবে মালি টি৭২০, ডিসপ্লের সাইজ হবে ৪ দশমিক ৫ ইঞ্চি, আর রেজুলেশন ৮৫৪ x ৪৮০ পিক্সেল।

ফোনটিতে পেছনে একটি ও সামনে একটি ক্যামেরা থাকবে, আর ডুয়াল সিম ব্যবহারের সুবিধা।

এক্সডিএ ফোরামের এক পোস্ট অনুযায়ী, ফোনটির নাম ‘ওয়াই৫ লাইট ২০১৮’ হতে পারে। মূল্য ১০০ ডলার বা আট হাজার টাকার নিচে হবার সম্ভাবনা রয়েছে।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/