Maintance

ইনস্টাগ্রামেই তোলা যাবে পোর্ট্রেইট ছবি

প্রকাশঃ ৫:২৫ অপরাহ্ন, এপ্রিল ১১, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৭:২১ অপরাহ্ন, এপ্রিল ১১, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : বেশ কিছু ফোনে ইনস্টাগ্রামের মাধ্যমেই এখন থেকে পোর্ট্রেইট বোকেহ ইফেক্ট যুক্ত ছবি তোলা যাবে। এর ফলে ইনস্টাগ্রামে ছবি আপলোড করতে হলে আলাদা অ্যাপে ছবি তুলে পোস্ট করতে হবে না।

মোডটির নাম দেওয়া হয়েছে ‘ফোকাস’। এটি ব্যবহার করতে হলে প্রথমে সর্বনিম্ন ভার্সন ৩৯ সংস্করণে আপডেট করতে হবে ইনস্টাগ্রাম। এরপর ক্যামেরা অপশনে গিয়ে ফোকাস মোডটি নির্বাচন করে নিলেই হবে।

Symphony 2018

তবে যেসব ফোনে বোকেহ ইফেক্ট যুক্ত পোর্ট্রেইট ছবি তোলার সুবিধা শুরু থেকেই আছে শুধু সেসব ফোনেই ফিচারটি আপাতত কাজ করছে। স্যামসাং গ্যালাক্সি এস৮, এস৯, তাদের প্লাস সংস্করণ ও নোট ৮ এ ফিচারটি কাজ করছে বলে জানা গেছে। গুগল পিক্সেল, মটোরোলা মটো জেড সিরিজ আর ওয়ানপ্লাস ফাইভটিতেও এটি কাজ করছে জানিয়েছেন ব্যবহারকারীরা।

ফোকাস ফিচারটি ধীরে ধীরে আরও কিছু ডিভাইসের জন্য উন্মুক্ত করা হবে বলে জানা গেছে। তবে ফ্ল্যাগশিপ ফোন বাদে অন্য কোনো ডিভাইসে এটি ব্যবহার করা যাবে কিনা তা জানা যায়নি।

অ্য়ান্ড্রয়েড অথরিটি অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/