Maintance

ব্ল্যাকবেরির নতুন ফোনের ছবি ফাঁস

প্রকাশঃ ১০:২৫ অপরাহ্ন, এপ্রিল ১০, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩০ অপরাহ্ন, এপ্রিল ১০, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : ব্ল্যাকবেরির নতুন ফোন ‘এথেনা’র ছবি ফাঁস হয়েছে। ডিভাইসটি দেখতে অনেকটাই আগের কি-ওয়ান ফোনের মত। তবে এবার হালকা কার্ভ ডিসপ্লে আর বডি বাদ দিয়ে সম্পূর্ণ ফ্ল্যাট বডি দেয়া হয়েছে।

ডিসপ্লের নিচে আছে ক্যাপাসিটিভ বাটন, তার নিচেই দেয়া হয়েছে বাস্তব কুয়ের্টি কিবোর্ড। পেছনে আগের মতই রয়েছে টেক্সচার করা রাবার। তবে একটি নয়, এবার মূল ক্যামেরায় রয়েছে দুটি সেন্সর।

তবে ডিজাইন থেকে বাদ পড়েছে হেডফোন জ্যাক। ডান পাশে তিনটি বাটন দেখা গেছে, অর্থাৎ  ব্ল্যাকবেরি হাবের বাটন এবারো থাকছে।

Symphony 2018

ফোনটির মধ্যে দেয়া হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর, ৬ বা ৮ গিগাবাইট র‌্যাম, আর ৬৪ গিগাবাইট স্টোরেজ। মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা বাদ পড়ার সম্ভাবনা নেই।

এথেনা ছাড়াও আরও দুটি ফোন নিয়ে কাজ করছে ব্ল্যাকবেরি। ‘ইউনি ‘ আর ‘লুনা’ নামের দুটি ফোনের ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।

গিজচায়না অবলম্বনে এস এম তাহমিদ

*

*

Related posts/