Maintance

দুটি নচযুক্ত ডিসপ্লে নিয়ে আসছে জেডটিই

প্রকাশঃ ৯:৫৫ অপরাহ্ন, এপ্রিল ১০, ২০১৮ - সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩০ অপরাহ্ন, এপ্রিল ১০, ২০১৮

টেক শহর কনটেন্ট কাউন্সিলর : একই ডিসপ্লেতে দুটি নচযুক্ত ফোন আনছে জেডটিই। সামনে ডুয়াল স্পিকার দিতে আর ফোনের চোয়ালের বেজেলও সরাতে তাদের এ কাজটি করতে হয়েছে বলে দাবি জেডটিইর।

ডিভাইসটির কোডনেম দেয়া হয়েছে ‘আইসবার্গ’।

মজার বিষয় হচ্ছে, একটি বদলে দুটি নচ অনেকেই মেনে নিচ্ছেন। ওপরে ও নিচে একই নচ থাকায় একে আর ডিসপ্লের কাটা অংশ নয়, বরং ডিজাইন বলে দাবি নির্মাতাদের।

ফোনটির পুরোটাই তৈরি করা হবে গোরিলা গ্লাস ব্যবহার করে। জেডটিইর দাবি, ফোনটিতে থাকা ওয়্যারলেস চার্জিং ব্যবস্থা ফোনের দুপাশ থেকেই কাজ করবে।

Symphony 2018

আপাতত ডিজাইন পর্যায়ে রয়েছে ফোনটি । চলতি বছরে বাজারে আসার সম্ভাবনা নেই।

ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। পেছনে থাকছে ডুয়াল ক্যামেরা ও ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। অতএব ডিসপ্লের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকার সম্ভাবনা কম।

মূল্যের ব্যাপারেও কিছু জানা যায়নি, তবে ফ্ল্যাগশিপ ফোনের কাতারে জেডটিই আইসবার্গ থাকবে, এমন ধারণা করা হচ্ছে।

এসএম তাহমিদ

*

*

Related posts/